বৃষ্টি-আন্দোলনে রাজধানীর সড়কে তীব্র যানজট

ঘূর্ণিঝড় দানার প্রভাবে সকাল থেকেই রাজধানীতে বৃষ্টি হচ্ছে। অন্যদিকে রাজধানীর সড়ক অবরোধ করে একাধিক জায়গায় নানান দাবিতে হয়েছে আন্দোলন। এরপর বিকালে অফিস ফেরত মানুষের ঘরে ফেরার তাড়া থাকায় সড়কে বেড়েছে গাড়ির চাপ। এতে রাজধানীজুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে সাত কলেজ অধিভুক্ত থেকে বেরিয়ে বিশ্ববিদ্যালয়ের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত শিক্ষার্থীরা মহাখালীর আমতলীতে প্রধান সড়কে অবস্থান নেয়। তাদের অবরোধের কারণে তেজগাঁও থেকে বনানী-উত্তরাগামী এবং উত্তরা থেকে তেজগাঁওগামী সড়কের দুই পাশের যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যা শিক্ষার্থীরা অবরোধ তুলে নেবার পরেও কমেনি। সড়কে গাড়ির গতি একেবারেই কমে গেছে।
এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, সাত কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলেও শিক্ষার মানের কোনো উন্নয়ন হয়নি, উল্টো শিক্ষার্থীদের ভোগান্তি বেড়েছে। তাই বাধ্য হয়ে আমরা সড়ক অবরোধ করেছেন।
গুলশান ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ ঢাকাটাইমসকে বলেন, ‘শিক্ষার্থীরা তিনটার দিকে সড়ক ছেড়ে গেছেন। এতে সড়কে যানচলাচল শুরু হয়েছে; তবে গতি কম। স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। তাছাড়া এখন অফিস ছুটির সময় এবং সাপ্তাহিক কর্মদিবসের শেষ দিন, একারণে সড়কে গাড়ির চাপ আছে।’
অন্যদিকে মতিঝিলে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে কিছু আন্দোলনকারীদের সেখানে অবস্থান নিতে দেখা গেছে। তবে, আইনশৃঙ্খলাবাহিনী সেখানে সতর্ক অবস্থায় রয়েছে। বিকালে বৃষ্টির মধ্যেও সেখানে কিছু আন্দোলনকারীকে অবস্থান নিতে দেখা গেছে। এছাড়া শাহবাগ ও প্রেসক্লাব এলাকায়ও বিভিন্ন দাবিতে আন্দোলন হয়েছে।
রাজধানীর কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ, মতিঝিল ও মহাখালী, বনানী, উত্তরা এলাকায় যানজটে ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। অনেককে এক ঘণ্টা থেকে দুই ঘণ্টা পর্যন্ত যানজটে আটকে থাকতে হয়।
তেজগাঁওয়ে এক যাত্রী বলেন, বাসেও উঠেছিলেন বনানী যাবো। যানজটে আটকে গাড়ির ধীরগতির কারণে মহাখালীতে নেমে যেতে হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর বাস থেকে নেমে হাঁটা শুরু করেছি।’ একই অবস্থা গুলশান-বনানী সড়কেও দেখা গেছে।
ঢাকাটাইমস/২৪অক্টোবর/এসএস

মন্তব্য করুন