ফরিদপুরে নিখোঁজ অটোচালকের মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২৪, ১৫:১৭
অ- অ+

ফরিদপুরের কানাইপুর ইউনিয়নের কোশাগোপালপুর এলাকার একটি আখখেত থেকে নিখোঁজ মোশারফ হোসেন (৩৫) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এই ঘটনায় সোহেল শেখ, চান্দু ও সাগর নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বাড়ি ফরিদপুর সদরের বিভিন্ন জায়গায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বুধবার শোভারামপুর নিজ বাড়ি থেকে অটো নিয়ে বের হন মোশারফ। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশকে জানায়। পরে কোতোয়ালী থানা পুলিশ সিসিটিভি ও তথ্য প্রযুক্তির সহায়তায় ফুটেজ ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় শহর থেকে তিন আসামিকে আটক করলে তারা জানায়, নিখোঁজ ওই অটোচালকের অটো ছিনতাই করে তাকে মেরে কানাইপুরের একটি আখখেতে ফেলে রাখা হয়েছে। এরপর ভোররাতে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকা টাইমস/২৫অক্টোবর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রিজাইডিং অফিসারকে লাঞ্ছিতের মামলায় শাহিন চেয়ারম্যানের বিরুদ্ধে চার্জশিট দাখিল
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত
জাবিতে প্রজাপতি মেলা শুক্রবার
পুলিশ সংস্কারে অবশ্য করণীয় কিছু বিষয়, যা আমাদের দৃষ্টিগোচর হয়নি!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা