হাবিপ্রবিকে র‌্যাগিং ও মাদকমুক্ত ঘোষণা করলেন উপাচার্য

হাবিপ্রবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৪, ১১:৪৮
অ- অ+

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) র‌্যাগিং ও মাদকবিরোধী র‌্যালি থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে র‌্যাগিং ও মাদকমুক্ত ঘোষণা করলেন উপাচার্য অধ্যাপক ড. এম এনামউল্ল্যা।

মঙ্গলবার সকাল ১০টায় র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু করে ডিভিএম গেইট হয়ে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালির উদ্ধোধন করেন উপাচার্য ড. এনামউল্ল্যা।

এসময় আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. জাহাঙ্গীর কবির, প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহাসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা,কর্মচারী ও নবীন শিক্ষার্থীরা।

র‌্যালির শুরুতে উদ্ধোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম এনামউল্ল্যা বলেন, ‘আজকের র‌্যাগিং ও মাদকবিরোধী এই র‌্যালি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির জন্য। কিন্ত আমরা এই বিষয়টাকে শুধু র‌্যালির মধ্যে সীমাবদ্ধ রাখবো না। আমরা সবাই এই বিষয়টিকে আমাদের ব্যক্তিগত জায়গা থেকে পালন করার চেষ্টা করবো। অন্তর থেকে বাস্তবায়নের চেষ্টা করবো।’

উপাচার্য হুঁশিয়ারি দেন, ‘কেউ যদি কোথাও র‌্যাগিংয়ের কোনো আলামত পান, কর্তৃপক্ষকে জানাবেন। আমরা কঠোর হস্তে তা দমন করবো। নবীন শিক্ষার্থীরা যদি কেউ মনে করো তোমাদের বড় ভাইয়েরা তোমাদের র‌্যাগ দিচ্ছে বা র‌্যাগিংয়ের শিকার হচ্ছো, সঙ্গে সঙ্গে তোমরা ছাত্রপরামর্শ ও নির্দেশনা বিভাগে জানাবা, পাশাপাশি আমাকে জানাবা। আমি কঠোর ব্যস্থা নেব।

সবশেষে উপাচার্য ড. এম এনামউল্ল্যা ‘আপনাদের সহায়তায় আজ থেকে আমি আমাদের ক্যাম্পাসকে র‌্যাগিং ও মাদকমুক্ত ঘোষণা করলাম।’

(ঢাকাটাইমস/২৯অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
ভানভীরের ফাইফারে শ্বাসরুদ্ধকর জয় পেল টাইগাররা
বিয়ের জন্য চাপ দেওয়ায় নিজের গোপনাঙ্গ কেটে ফেললেন যুবক!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা