সেবা এক্স ওয়াই জেডের সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি

ব্যাংক এশিয়া পিএলসি দেশের গৃহস্থালী এবং লাইফস্টাইল খাতে চাহিদাভিত্তিক হোম সার্ভিস প্রদানের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস এবং ওয়ান স্টপ সল্যুশন সেবা এক্স ওয়াই জেড (Sheba.xyz)-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
রবিবার রাজধানীর শুক্রাবাদে ব্যাংকের কার্ড ডিপার্টমেন্টে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার ইভিপি এন্ড হেড অব কার্ডস, এডিসি ও আইবি, জিশান আহাম্মেদ এবং সেবা এক্স ওয়াই জেড (Sheba.xyz)-এর চিফ অপারেটিং অফিসার মি. রোনাল্ড মিকি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ চুক্তির আওতায়, ব্যাংক এশিয়ার গ্রাহকগণ তাদের ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে সেবা এক্স ওয়াই জেড (Sheba.xyz)-এর সেবামূল্য পরিশোধে ১০% ছাড় পাবেন। এ সংক্রান্ত সেবা পেতে ভিজিট করতে পারেন www.sheba.xyz বা কল করতে পারেন ১৬৫১৬ নম্বরে, যেকোনো সময়।
(ঢাকা টাইমস/২৯অক্টোবর/এসএ)

মন্তব্য করুন