রংপুরে জোড়া খুনের মামলায় দুজনের মৃত্যুদণ্ড

রংপুর ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২৪, ১৬:৫৯
অ- অ+

রংপুরে রফিকুল ও আব্দুর রাজ্জাক মণ্ডল হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার দুপুরে আসামিদের উপস্থিতিতে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই আদেশ দেন।

রংপুর জজ আদালতের পিপি আফতাব উদ্দিন জানান, ২০১৮ সালের ১৮ জুলাই রংপুরের পীরগঞ্জ উপজেলার মজিলা তাহেরপুর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে খুন হন একই এলাকার রফিকুল ইসলাম (৪৫) ও আব্দুর রাজ্জাক মণ্ডল (৪০)।

এ ঘটনার পরের দিন পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলার তদন্ত শেষে তিনজনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

এ ঘটনায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক আসামি আব্দুর রশিদ ওরফে নান্নু মন্ডল এবং হারুন মন্ডলকে মৃত্যুদণ্ড এবং আকমল হোসেন (৪০) কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

সরকারী আইন কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন, ‘আমরা ন্যায় বিচার পেয়েছি। অন্যায় করলে এর শাস্তি পেতে হবে। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করবেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী।

(ঢাকা টাইমস/০৩নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা