‘বান্ধবী’সহ সাবেক আইনমন্ত্রীর দুর্নীতি অনুসন্ধান ও সম্পদ বাজেয়াপ্তের আবেদন
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এবং তার ‘বান্ধবী’ অ্যাডভোকেট তৌফিকা করিমের দুর্নীতি অনুসন্ধান ও সম্পদ বাজেয়াপ্ত করতে আবেদন জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)।
বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সুলতান দুদক আইন ২০০৪-এর ২৭ ধারায় আনিসুল ও তৌফিকার বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।
আবেদনে আনিসুল হকের বিষয়ে বলা হয়েছে, তিনি আইনমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে বিপুল জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জন করেছে, যা দেশে ও বিদেশে বিদ্যমান আছে। তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধানান্তে দুদক আইন ২০০৪-এর ২৭ ধারায় মামলা দায়ের করে তদন্তয়ান্তে চার্জশিট দাখিল করে ন্যায় বিচার প্রতিষ্ঠায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সর্বোচ্চ শাস্তি প্রদানের আবেদন করছি।
আরও পড়ুন:- নতুন করে আলোচনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ‘বান্ধবী’ তৌফিকা করিম
অন্যদিকে তৌফিকা করিমের বিষয়ে বলা হয়েছে, তিনি (সিটিজেন ব্যাংকের চেয়ারম্যান) ক্ষমতার অপব্যবহার করে বিপুল জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জন করেছেন, যা দেশে ও বিদেশে বিদ্যমান আছে। তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধানান্তে দুদক আইন ২০০৪-এর ২৭ ধারায় মামলা দায়ের করে তদন্তয়ান্তে চার্জশিট দাখিল করে ন্যায় বিচার প্রতিষ্ঠায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সর্বোচ্চ শাস্তি প্রদানে আবেদন করছি।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে আলোচনায় আসেন আনিসুল হক ও তার ‘বান্ধবী’ তৌফিকা করিম। আনিসুল হক আইনমন্ত্রী হওয়ার পর গত ১০ বছরে তৌফিকা আইন মন্ত্রণালয় ঘিরে তার সাম্রাজ্য তৈরি করেন এবং নিয়োগ বাণিজ্য, রায় বদল থেকে শুরু করে নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ।
(ঢাকাটাইমস/০৬নভেম্বর/এজে)
মন্তব্য করুন