নাব্য সংকটে আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২৪, ১২:৫৫| আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১৩:৩০
অ- অ+

যমুনা নদীতে নাব্য সংকটের কারণে পুনরায় বন্ধ রয়েছে মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত ১১টা থেকে এই পথের ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ফলে আরিচা ও কাজিরহাট প্রান্তে পারাপারের অপেক্ষায় আছে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক, যা এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য এবং যোগাযোগে মারাত্মক প্রভাব ফেলেছে।

আরিচা ফেরিঘাটে অপেক্ষমাণ চালকদের অভিযোগ, দীর্ঘসময় ফেরি বন্ধ থাকার ফলে পণ্য পরিবহনে তাদের বেশ সমস্যা হচ্ছে।

চালক আব্দুল হালিম বলেন, ‘ফেরি বন্ধ হয়ে যাওয়ায় পণ্য সময়মতো গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না। এতে আমাদের ব্যবসায়িক ক্ষতি হচ্ছে এবং খরচও বেড়ে যাচ্ছে।’

কাজিরহাট প্রান্তেও একই পরিস্থিতি বিরাজ করছে। ট্রাকচালক আনোয়ার হোসেন বলেন, ‘পণ্য পরিবহনের সময় এভাবে বিলম্ব হওয়ায় আমাদের লাভ কমে যাচ্ছে। যাত্রাপথে ফেরিঘাটে আটকে থাকায় খাবার ও পানি সংকটে পড়েছি আমরা।’

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, নদীতে পানি কমে যাওয়ায় ফেরি চলাচলে সমস্যা সৃষ্টি হয়েছে। এই বিষয়ে বিআইডব্লিউটিসির আরিচা ফেরিঘাটের ম্যানেজার আবু আব্দুল্লাহ বলেন, ‘নাব্য সংকটের কারণে নদীর বিভিন্ন অংশে পানি কমে গেছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে আমরা সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছি। তবে দ্রুত নাব্য সংকটের কারণে খনন কাজ চালাচ্ছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। ড্রেজিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলেই ফেরি চলাচল পুনরায় চালু হবে বলে তিনি আশাবাদী।’

উল্লেখ্য, নাব্য সংকটের কারণে গত শুক্রবার (২ নভেম্বর) রাত ১০টার দিকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকে। পরে সাড়ে ৩৭ ঘণ্টা পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

(ঢাকা টাইমস/০৯নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা