আর্জেন্টিনার নতুন জার্সির বিজ্ঞাপনে আছে বাংলাদেশও

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২৪, ১৬:০৩
অ- অ+

মেসির বা পায়ের জাদুতে ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। কাতার ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা ছুঁয়ে যায় আর্জেন্টাইনদের। বিশ্বকাপে আর্জেন্টিনার খেলার সময় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বড় পর্দায় হাজার হাজার মানুষের খেলা উপভোগ ও মেসি, ডি মারিয়াদের সমর্থনে গলা ফাটানোর ব্যাপারটি ভালোভাবে নজরে আসে তাদের।

আর তাইতো নিজ দেশের সঙ্গে আর্জেন্টাইনরা বাংলাদেশের পতাকাও উড়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় বাংলাদেশের সমর্থকদের ছবি ও ভিডিও পোস্ট করতেও দেখা গেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পেজ থেকে (এএফএ)। এবার শুভাকাঙ্ক্ষী বাংলাদেশকে যেন আরেকটু বেশি চমকে দিল তারা।

শুক্রবার (১৫ নভেম্বর) নতুন জার্সি পরে প্রকাশ্যে আসেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজরা। ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে এএফএ’র সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ এ জার্সিটি তৈরি করা হয়েছে। সেখানে আলবিসেলেস্তেরা রেখেছে বাংলাদেশকেও।

এএফএ সোশ্যাল মিডিয়া মাধ্যম এক্সে নতুন জার্সি নিয়ে দলের খেলোয়াড়দের ১ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে রয়েছেন লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজ, রদ্রিগো ডি পল, ম্যাক আলিস্টারসহ আর্জেন্টিনার তারকা ফুটবলাররা। সেই ভিডিও ৪৮-৪৯তম সেকেন্ডে দেখা যায় দেওয়ালে ঝোলানো একটি টিভিতে বিশ্বকাপের সময় বাংলাদেশের সমর্থকদের উন্মাদনার ভিডিও। যে ভিডিওতে রয়েছে বাংলাদেশের একটি স্থানে বড় স্ক্রিন বসিয়ে আর্জেন্টিনার গোল উদযাপন করছেন হাজার হাজার বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থক। যে ভিডিওটি কাতার বিশ্বকাপ চলাকালীন ছড়িয়ে পড়েছিল পুরো বিশ্বে।

এএফএ জানিয়েছে, আর্জেন্টিনা আগামী মঙ্গলবার (১৯ নভেম্বর) পেরুর বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এই জার্সি পরেই মাঠ মাতাবে। যদিও নতুন জার্সি গায়ে প্যারাগুয়ের বিপক্ষে হওয়া ম্যাচটিতে পরার কথা ছিল। কিন্তু নানা জটিলতায় সেটি আর হয়নি। আলবিসেলেস্তেদের নতুন জার্সিতে আকাশি নীল রং অনেকটাই হালকা হয়ে এসেছে। কাঁধের নীল রঙের স্ট্র্যাপ নেই। উজ্জ্বল হয়েছে সোনালি রঙে এএফএ ও অ্যাডিডাসের লোগো।

(ঢাকাটাইমস/১৬ নভেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নদী ভাঙনে ধসে পড়ল ফেনীর সোনাগাজীর ৩ সড়ক
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন 
ইতিহাস গড়ে মিয়ামিকে জেতালেন মেসি
চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা