১৩ বছর পর টি-টোয়েন্টিতে বিজয়ের সেঞ্চুরি, ঢাকার বিপক্ষে দুর্দান্ত জয় খুলনার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৪:০৪
অ- অ+

চলমান ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে শুরুটা ভালো হয়নি এনামুল হক বিজয়ের। প্রথম চার ম্যাচে তেমন কিছুই করতে পারেননি এনামুল হক। পঞ্চম ম্যাচে গিয়ে জ্বলে উঠল তার ব্যাটে। আগ্রাসী ব্যাটিংয়ে করলেন অপরাজিত সেঞ্চুরি।

প্রথম ও দ্বিতীয়টির মধ্যে পাক্কা ১৩ বছরের ব্যবধান! দুবারই একই মাঠে। স্বীকৃত টি-টোয়েন্টিতে এনামুল হক বিজয়ের দুই সেঞ্চুরি একই মাঠে। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন এনামুল হক বিজয়।

এনামুল হক বিজয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে জিতেছে খুলনা বিভাগ। ঢাকা বিভাগকে ২১ রানে হারিয়েছে তারা। টুর্নামেন্টে ৫ ম্যাচে খুলনার দ্বিতীয় জয় এটি। দুর্দান্ত জয়ে টেবিলের তলানী থেকে পঞ্চম স্থানে উঠে গেছে খুলনা।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বিজয়ের ১০১ রানের ইনিংসের উপর ভর করে ৩ উইকেটে ১৮০ রান করে খুলনা। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৫৯ রান করতে পারে ঢাকা।

খুলনার হয়ে ৬৭ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেন বিজয়। ৯০ মিনিট উইকেটে টিকে থেকে ১০টি চার ও ৫টি ছক্কা হাঁকান খু্লনার এই ওপেনার।

বিজয়ের সঙ্গে লড়াই করেন নুরুল হাসান সোহান। ২৩ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন উইকেটরক্ষক ব্যাটার। আজিজুল হাকিম তামিম ১৮ ও ইমরুল কায়েস ১৪ রানে আউট হন।

ঢাকা বিভাগের হয়ে লড়াই করেন তাইবুর রহমান ও মাহিদুল হাসান অঙ্কন। পঞ্চম উইকেটে ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি করেও দলকে জয় উপহার দিতে পারেননি তারা। তাইবুর ৪১ বলে ৬৩ আর ২৩ বলে ৪৩ রানে অপরাজিত ছিলেন অঙ্কন।

খুলনার হয়ে ৩ উইকেট শিকার করেন জাইদ উল্লাহ। ঢাকার হয়ে ২ উইকেট নেন নাজমুল ইসলাম অপু।

(ঢাকাটাইমস/১৭ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমিরাতের কাছে টি ২০ সিরিজ হারলো বাংলাদেশ
আজ শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সকাল-সন্ধ্যা অবস্থান করবে ছাত্রদল
জিওটেক্সটাইলের গবেষণা ও উৎপাদন বাড়াতে হবে
তারুণ্যের সমাবেশ ঘিরে সিরাজগঞ্জে যুবদলের প্রস্তুতি সভা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা