ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের বিষয়ে যা বললেন শামীম পাটোয়ারী

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। চলতি সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যাওয়েতে টি-টোয়েন্টিতে কখনো জিততে পারেনি তারা। এবার সেই হারের বৃত্ত ভাঙল টাইগাররা। প্রথম ম্যাচ জয়ের পর দলের মিডল অর্ডার শামীম হোসেন পাটোয়ারীর আশা এবার সিরিজ জয়েরও।
প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ের নায়কদের একজন ছিলেন শামীম। ইনিংসটি এমনিতে ছোট, তবে টি-টোয়েন্টি ক্রিকেটের ধরনই এমন যে, ১৩ বলে ২৭ রানের সেই ইনিংসও আসলে ম্যাচের প্রেক্ষাপটে অনেক বড়।
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তার ওই ক্যামিওর সুবাদে স্কোরবোর্ডে ১৪৭ রান যোগ করে বাংলাদেশ। আর তাতে ৭ রানে জিতেছিল বাংলাদেশ দল। এবার সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। তার আগে বিসিবির প্রকাশিত ভিডিওতে আজ মঙ্গলবার নিজেদের আত্মবিশ্বাসের কথা জানালেন শামীম পাটোয়ারী।
দ্বিতীয় ম্যাচেও ছন্দ ধরে রাখা নিয়ে শামীম বলেন, ‘কালকের (প্রথম টি-টোয়েন্টি) উইকেটটা স্কোরিং শট খেলার জন্য উপযুক্ত ছিল। যখন আমি উইকেটে যাই, আমার মাথায় প্রথম পরিকল্পনা ছিল স্কোরিং করা। আমি যদি রান করতে পারি, তাহলে দল ভালো অবস্থায় পৌঁছাবে।’
প্রায় ১ বছর পর দলে সুযোগ পেয়ে দারুণ ইনিংস খেলেছেন শামীম। এমন কামব্যাক নিয়ে অবশ্য খুব বেশি উচ্ছ্বাস দেখালেন না তিনি, ‘আমি এক বছর পর দলে ফিরেছি, এটা আমার জন্য খুব ভালো লাগার বিষয়। এই ইনিংসটা আমার জন্য দরকার ছিল, দলের জন্যও দরকার ছিল। আমি আত্মবিশ্বাসী ছিলাম যে ভালো কিছু করতে পারব।’
শামিমের মুখে শেষ সময়ে শোনা গেল সিরিজ জয়ের কথা, ‘আমাদের এখন সিরিজ জেতার সুযোগ আছে। ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো টি-টোয়েন্টি দল, কিন্তু আমরা বিশ্বাস করি আরেকটা ম্যাচ জিততে পারলে সিরিজটা আমাদের হয়ে যাবে ইন শা আল্লাহ।’
(ঢাকাটাইমস/১৭ ডিসেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন