আ.লীগ গত ১৫ বছরে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে: এহসানুল হক মিলন

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং ইআরআই চেয়ারম্যান ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। একটি শিক্ষা কমিশন দরকার। অন্তর্বতীকালীন সরকার শিক্ষা সংস্কার কমিশন করেছেন। এটা ভালো উদ্দ্যোগ। একটা কারিগরি মন্ত্রণালয় করা প্রয়োজন।
তিনি বলেন, আমাদের দেশ থেকে অনেক মানুষ বিদেশে পাড়ি জমান। তাদের দক্ষভাবে পাঠাতে পারলে আরও বেশি বৈদেশিক মুদ্রা আনা সম্ভব। আওয়ামী লীগ গত ১৫ বছরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতেই হবে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম, কেন্দ্রীয় কমিটির আয়োজিত 'শিক্ষার টেকসই উন্নয়ন, প্রসার ও কর্মমুখীকরণে বিএনপির ভূমিকা' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতায় রায় চৌধুরী।
মিলন বলেন, বাংলাদেশকে ভারত উপেক্ষা করতে পারবে না। ৫ আগষ্টের পর ভারত বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দিয়েছে। সেই দিন দূরে নয় বাংলাদেশ বাঁধ দিয়ে ভারতকে ভাসিয়ে দেবে।
পতিত সরকারের দোসরদের ফিরিয়ে এনে এই জমিনে শাস্তি দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, এই সরকার কিছু ক্ষেত্রে ভালো কাজ করেছে। কিন্তু কিছু ক্ষেত্রে দুর্বলতা, ব্যর্থতা রয়েছে। তাই অতিদ্রুত নির্বাচন করে একটি রাজনৈতিক সরকার গঠন করে এই সমস্যার সমাধান করতে হবে। যতগুলো সংস্কার কমিশন করা হয়েছে তা রাষ্ট্র সংস্কারের ৩১ দফায় আছে। এখানে আগামী দিনের বাংলাদেশ গড়ার প্রতিফলন আছে।
সভায় বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগাঠনিক সম্পাদক এ্যাড. শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নাজমুন নাহার বেবী, জাতীয় বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আসাদুজ্জামান খান প্রমুখ।
ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/জেবি

মন্তব্য করুন