অবশেষে বিপিএলে দল পেলেন মোসাদ্দেক হোসেন

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৫, ১৪:২৭
অ- অ+

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ১১তম আসরের আসরের লড়াই। এবারের বিপিএলে ড্রাফটে দল পাননি মোসাদ্দেক হোসেন। অবশেষে বিপিএল শুরুর এক সপ্তাহ পর দল পেলেন এই ক্রিকেটার। ঢালিউড সুপারস্টার শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস সোমবার (৬ জানুয়ারি) তাকে দলে ভিড়িয়েছে।

চলমান বিপিএলে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে ফেলেছে ঢাকা ক্যাপিটালস। প্রথম পর্বের কোনো ম্যাচেই জয়ের দেখা পায়নি রাজধানীর দলটি। জয় না পাওয়ার হতাশা নিয়েই সিলেট পর্ব শুরু করবে লিটন-মোস্তাফিজরা।

সিলেট পর্বে নিজেদের ম্যাচের আগের দিন আজ নতুন এক ক্রিকেটার দলে যুক্ত করেছে ঢাকা। ড্রাফটে অবিক্রিত থাকা দেশি অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনকে দলে নিয়েছে তারা। সোমবার দলের সঙ্গে অনুশীলনও করবেন তিনি।

গত তিন ম্যাচের তিনটিতেই হেরেছে ঢাকা ক্যাপিটালস। স্কোয়াড থেকে শুরু করে একাদশ সাজানো নিয়ে শুরু থেকেই সমালোচিত হয়েছে ঢাকা ক্যাপিটালস। বিদেশি মানহীন ক্রিকেটারদের রাখা হচ্ছে মূল একাদশে। তবে সম্ভাবনাময়ী দেশি ক্রিকেটারদের সুযোগ না পাওয়া নিয়েও রয়েছে সমালোচনা। মূলত সে কারণেই হয়তো মোসাদ্দেককে দলে ভেড়ালো ঢাকা।

গতকাল (৫ জানুয়ারি) মেন্টর হিসেবে দলের সঙ্গে যোগ দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার সাঈদ আজমল। এর আগে ঢাকার হয়ে বিপিএল মাতিয়েছেন এই পাকিস্তানি। আজমলের দলে যোগ দেওয়া নিশ্চিতভাবেই স্পিনারদের বাড়তি প্রেরণা যোগাবে।

(ঢাকাটাইমস/০৬ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসলামী ব্যাংক খুলনা ও যশোর জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
মোবাইল অ্যাপ ‘Shahjalal Touch Pay’ চালু করলো শাহজালাল ইসলামী ব্যাংক
সোনালী ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারণ সভা
ডাকসু নির্বাচন: খসড়া তালিকায় ভোটার ৩৯৯৩২ জন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা