সরিষায় সুদিনের স্বপ্ন দেখছেন দাগনভূঞার কৃষক 

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি, ঢাক টাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৫, ১৫:০৪| আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১৫:৫৫
অ- অ+

আগস্টে ফেনীর দাগনভূঞায় স্মরণকালের ভয়াবহ বন্যায় কৃষি খাতে বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন কৃষকেরা। নিত্য নতুন ফসল চাষের পাশাপাশি জমিতে সরিষা আবাদ করেছেন তারা। কৃষি কর্মকর্তারা বলছেন, চলতি মৌসুমে সরিষা আবাদে দাগনভূঞায় বাম্পার ফলন হওয়ায় সম্ভাবনা রয়েছে। এতে বন্যার ক্ষতি কাটিয়ে উঠা সহজ হবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, দাগনভূঞা উপজেলায় চলতি মৌসুমে ২৩০ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে।

অন্যদিকে অন্যান্য ফলনের তুলনায় সরিষায় লাভ বেশি পাওয়ায় এ উপজেলায় কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে।

সরেজমিনে পরিদর্শনে বিভিন্ন গ্রামের চাষিরা জানান, এবার প্রতি বিঘা জমি থেকে ৬-৭ মণ সরিষা উৎপাদন আসা করছেন তারা। সরিষা চাষের অনুকূল পরিবেশের কারণে এবার চলতি রবি মৌসুমে দাগনভূঞায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সরিষা চাষ হয়েছে।

দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের পূর্বচন্দ্রপুর গ্রামের সরিষা চাষি স্বপন চন্দ্র নাথ বলেন, ইরি-বোরো চাষে খরচ বেড়ে যাওয়ায় বোরো আবাদের আগে খরচ পোষাতেই সরিষা চাষে আগ্রহী হয়ে উঠছেন এখানকার কৃষকরা। নতুন জাতের বারি সরিষা-১ রোপণে উৎসাহিত করায় কৃষকরা ভালো ফলন পাচ্ছেন।

দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের নেজাম উদ্দিন জানান, প্রতিবিঘা জমিতে সরিষা চাষে খরচ হয় সর্বোচ্চ ৩ হাজার টাকা। প্রতিমণ সরিষা বিক্রি করা যায় ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকা দরে। প্রতি বিঘাতে গড়ে ৭ মণ সরিষা উৎপাদন হলে বিঘাপ্রতি ১৫-১৬ হাজার টাকা লাভ করা যায়।

দাগনভূঞা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি অফিসার আবদুল্লাহ আল মারুফ বলেন, জমিতে সরিষার আবাদ করলে ওই জমিতে সরিষার পাতা পড়ে জৈব সার উৎপাদন হয়। পরবর্তীতে ওই জমিতে ফসলের ফলন ভালো উৎপাদন হবে। এতে একদিকে যেমন কৃষকরা লাভবান হবেন, জমির স্বাস্থ্য ভালো থাকবে অপরদিকে পুষ্টিকর ভোজ্যতেলের চাহিদাও মিটবে। তাই সরিষা চাষ করতে কৃষকদের মাঝে প্রণোদনার কর্মসূচি আওতা বিনামূল্য সরিষার বীজ ও সার দিয়ে উৎসাহিত করা হয়েছে। চতুর্মুখী লাভে সরিষা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে, আগামীতেও সরিষা আবাদ বাড়বে। উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ কামরুজ্জামান বলেন, কৃষকরা এ বছর সরিষার বীজ বেশি চাষ করেছেন। এছাড়া তিনি উপজেলা বিভিন্ন গ্রামে ব্লক বা ক্ষেত পরিদর্শনসহ ভালো ফলন পেতে চাষাবাদের জন্য কৃষকদের প্রণোদনার পাশাপাশি পরামর্শ দিয়েছেন। তাছাড়া আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার ভালো ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি আশাবাদী।

(ঢাকা টাইমস/১৪জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিল্লিতে ৪ মাত্রার ভূমিকম্প, উত্তর ভারতজুড়ে তীব্র কম্পন
দুদিনের কর্মসূচি শুরু আজ: দাবি আদায়ে সরকারকে চাপ প্রয়োগসহ বিশ্বে তুলে ধরা হবে তিস্তার দুঃখ
আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছেন দুজন গবেষক ও এক প্রতিষ্ঠান
চট্টগ্রামে ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রীকে পুলিশের দিলেন বৈষম্যবিরোধীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা