কুমিল্লা মহানগর আ.লীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৫, ১৩:০৪
অ- অ+

কুমিল্লার আদর্শ সদরে মহানগর আওয়ামী লীগের নেতা কবিরুল ইসলাম শিকদার ওরফে কবির শিকদারকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার দিবাগত রাতে সেনাবাহিনীর ২৩ বীর ব্যাটালিয়নের একটি অভিযানে কুমিল্লা নগরীর সার্কিট হাউস সংলগ্ন নিজ বাসভবন তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার সকালে সেনাবাহিনীর ক্যাম্প-১ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপনসূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত ৩টায় সার্কিট হাউস সংলগ্ন এলাকার নিজ বাসভবনে অভিযান চালিয়ে মহানগর আওয়ামী লীগ নেতা কবির শিকদারকে গ্রেপ্তার করা হয়। কবির শিকদার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ছিলেন। নিষিদ্ধ ঘোষিত কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতিও ছিলেন তিনি। তিনি প্রাক্তন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। গত জুলাই-আগস্ট মাসের আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ছিল এবং সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী, তিনি আওয়ামী লীগ অনুসারীদের পুনরায় সংগঠিত করার চেষ্টা চালাচ্ছিলেন। আসন্ন ১৮ জানুয়ারি আওয়ামী লীগের ঘোষিত হরতাল সফল করার লক্ষ্যে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছিলেন বলে জানা যায়।

কবির শিকদারের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় চারটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে থানায় হস্তান্তর করা হয় বলে জানায় সেনাবাহিনী।

(ঢাকা টাইমস/১৭জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা