আত্মত্যাগীদের শ্রদ্ধা জানিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মির্জা ফখরুল

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অনেক ছেলেদের প্রাণ দিতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ‘একটা নতুন বাংলাদেশ তৈরি করতে হলে এই আত্মত্যাগীদের ত্যাগকে শ্রদ্ধা জানাতে হবে। তাদের ত্যাগকে সত্যিকার অর্থে কাজে লাগাতে হবে।’
শুক্রবার বিকালে ঢাকা কলেজ রিইউনিয়ন অনুষ্ঠানে একথা বলেন ওই কলেজের প্রাক্তন ছাত্র মির্জা ফখরুল। মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি রিসোর্টে ওই অনুষ্ঠানের আয়োজন ছিল।
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা সকলে হিংসা বিভেদ ভুলে যেন নতুন বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। অনেক দুর এগিয়েছি আমরা। আরো অনেক দূর এগুতে হবে।’
এসময় তিনি ঢাকা কলেজকে নিয়ে বলতে গিয়ে কলেজটির ঐতিহ্য তুলে ধরেন। বলেন, ‘আমার বিশ্বাস ঢাকা কলেজ অনেক সংগ্রামের নেতৃত্ব দিয়েছে। মেধার ক্ষেত্রেও ঢাকা কলেজ নেতৃত্ব দেওয়ার সময় এসেছে।’
দিনব্যাপী এই অনুষ্ঠানে ঢাকা কলেজের প্রাক্তন ছাত্র, অনুষ্ঠানের আহবায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে ঢাকা কলেজের প্রাক্তন ছাত্র বর্ষীয়ান সাংবাদিক শফিক রেহমান, বাংলাদেশ ব্যাকের গভর্নর আহসান এইচ মনসুর, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, গণসংহতি আন্দোলনের চেয়ারম্যান জুনায়েদ সাকিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/জেবি/ডিএম)

মন্তব্য করুন