ডায়েট ছাড়াই ২০ কেজি ওজন কমিয়েছেন সোনম! কীভাবে সম্ভব?

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৫, ১৩:০৭
অ- অ+

বলিউডের অন্যতম ফ্যাশন আইকন অভিনেত্রী সোনম কাপুর। শারীরিক ফিটনেসের ব্যাপারেও তিনি সর্বোচ্চ সতর্ক ক্যারিয়ারের শুরু থেকে। তবে ২০২২ সালের আগস্টে মা হওয়ার আগে তিনি বেশ মুটিয়ে যান। সেখান থেকে আবার নিজেকে পুরনো রূপে নিয়েও এসেছেন। ওজন কমিয়েছেন ২০ কেজি।

ওজন কমানোর জন্য বেশিরভাগ মানুষ সাধারণত চিকিৎসকের পরামর্শে ডায়েটের পথে হাঁটেন। তবে সোনম সে পথে হাঁটেননি। কোনো ডায়েট ছাড়াই তিনি ঝরিয়ে ফেলেছেন ২০ কেজি ওজন। কীভাবে তা সম্ভব করেছেন? সে কথা নায়িকা জানান তার ইনস্টাগ্রাম পোস্টে।

পোস্টে সোনম লেখেন, ‘কী দারুণ… ২০ কেজি কমেছে… আরও ৬ কেজি কমাতে হবে।’ সঙ্গে জুড়ে দেন নিজের ফিট শরীরের একটি মিরর ভিডিও।

পোস্টে সোনম আরও লেখেন, ‘নিজেকে খুঁজে পেতে আমার ১৬ মাস সময় লেগেছে। ধীরে ধীরে কোনো ক্রাশ ডায়েট এবং কঠিন ওয়ার্কআউট ছাড়াই নিজের এবং সন্তানের যত্ন নিয়ে এই পর্যায়ে এসেছি। এখনো পুরোপুরি লক্ষ্যে না পৌঁছালেও প্রায় পৌঁছে গেছি। নিজের শরীরের প্রতি কৃতজ্ঞ, এটি কী যে দারুণ।’

২০১৮ সালে ব্যবসায়ী এবং প্রেমিক আনন্দ আহুজাকে বিয়ে করেন বলিউড সুপারস্টার অনিল কাপুরের মেয়ে সোনম কাপুর। চার বছর পর ২০২২ সালের ২০ আগস্টে তাদের সংসারে আসে প্রথম সন্তান। লন্ডনের এক বেসরকারি হাসপাতালে ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন নায়িকা।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
একুশে টিভি ভবনের আগুন নিয়ন্ত্রণে
পরবর্তী বাংলাদেশে আ.লীগ অপ্রাসঙ্গিক, সব দল একমত: হাসনাত আব্দুল্লাহ
পরবর্তী বাংলাদেশে আ.লীগ অপ্রাসঙ্গিক, সব দল একমত: হাসনাত আব্দুল্লাহ
একুশে টিভির জাহাঙ্গীর টাওয়ারে আগুন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা