দুর্বৃত্তদের গুলিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

খুলনা ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৫, ২৩:০৫| আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ২৩:২৫
অ- অ+

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে অর্ণব সরকার নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর শেখপাড়া তেতুলতলা মোড় এলাকায় ঘটনাটি ঘটে। নিহত শিক্ষার্থী অর্ণব নগরীর বসুপাড়া ইসলাম কমিশনার মোড় এলাকার বাসিন্দা নীতিশ কুমার সরকারের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে আটটার দিকে অর্ণব মোটরসাইকেলে করে নগরীর ময়লা পোতা থেকে শিব বাড়ি যাওয়ার সময় অন্য একটি মোটরসাইকেল বহর থেকে গুলি করা হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেল থেকে পড়ে যায় শিক্ষার্থী অর্ণব। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও তার মৃত্যু হয়।

নিহত অর্ণবের পিতা নিতীশ কুমার সরকার জানান, অর্ণব খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন এর প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান। তিনি জানান, নিহত অর্ণব খুলনা বিশ্ববিদ্যালয়ের ইভিনিং এমবিএ ছাত্র তার রোল নাম্বার ২৩০৩১৭ ।

এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল রহমান বলেন, একটি মার্ডার হয়েছে আমরা আসামিদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছি। কেএমপি বিভিন্ন ইউনিট হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য তৎপরতা চালাচ্ছে।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এবার ছিটকে গেলেন গাজানফার
উপদেষ্টা নাহিদ-আসিফ যে আয়নাঘরে ছিলেন, দেখুন আইয়ামে জাহেলিয়া
বীভৎস দৃশ্য, নৃশংস অবস্থা, এটা কি আমাদেরই জগৎ: আয়নাঘর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা
সচিবালয় ঘেরাওয়ে গিয়ে পুলিশের বাধায় সড়কে বসে পড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা