ফাহিম আশরাফের ফাইফারে ১১৬ রানেই অলআউট সিলেট

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৫, ১৫:০৫| আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ১৫:০৬
অ- অ+

ঢাকা, সিলেট, চট্টগ্রাম হয়ে চলতি বিপিএল আবার ফিরেছে ঢাকায়। ঢাকার দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচেই বরিশালের মুখোমুখি হয়েছে সিলেট। টস ভাগ্য সহায় হওয়া সিলেট আজ আগে ব্যাটিং করে ফরচুন বরিশালকে বড় লক্ষ্য দিতে চেয়েছিল।

তবে ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১১৬ রানে গুটিয়ে গেছে সিলেট। বরিশালের হয়ে একাই ৫ উইকেট নিয়ে সিলেটকে গুঁড়িয়ে দেয়ার কাজটা সেরেছেন ফাহিম আশরাফ। ৫ উইকেট নিতে মাত্র ৭ রান খরচ করেছেন পাকিস্তানের এই পেসার।

সিলেটের হয়ে আজ ওপেনিংয়ে নামেন জর্জ মুন্সি ও রনি তালুকদার। তবে ইনিংসের দ্বিতীয় ওভারেই ভাঙে এই জুটি। ৭ বলে মাত্র ৪ রান করে মোহাম্মদ নবির শিকার হয়ে সাজঘরে ফিরে যান জর্জ মুন্সি। তার বিদায়ে ৭ রানেই প্রথম উইকেট হারায় সিলেট।

জর্জ মুন্সির বিদায়ের পর বেশি সময় ক্রিজে থাকতে পারেননি জাকির হাসানও। ৫ বলে ৪ রান করে জেমস ফুলারের বলে রিশাদ হোসেনের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন জাকির। তার বিদায়ে ১৪ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট।

১৪ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়ে দলের হাল ধরার চেষ্টা করেন রনি তালুকদার ও আহসান ভাট্টি। তবে বেশিদূর এগোনোর আগেই এই জুটিকে থামান ফাহিম আশরাফ। ফাহিম আশরাফের বলে মোহাম্মদ নবির হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান রনি তালুকদার। আউট হওয়ার আগে করেন ৯ বলে ৯ রান। তার বিদায়ে ভাঙে ২০ রানের জুটি।

রনি তালুকদারের বিদায়ের পর একে একে সাজঘরে ফিরে যান কাদিম অ্যালিইনে ও নাহিদুল ইসলাম। কাদিম অ্যালিইনে শূন্য রানে ও নাহিদুল ইসলাম ৮ রান করে পথ ধরেন প্যাভিলিয়নের। তাদের দ্রুত বিদায়ে ৪৬ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট।

এরপরেই জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে টেনে তোলার চেষ্টা করেন জাকের আলী অনিক ও আহসান ভাট্টি। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সিলেট। তবে দলীয় ৭৮ রানে আহসান ভাট্টিকে ফিরিয়ে দিয়ে এই জুটি ভাঙেন মোহাম্মদ নবি।

মোহাম্মদ নবির বলে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যার একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যাওয়া আহসান ভাট্টি। আউট হওয়ার আগে করেন ২৯ বলে ২৮ রান। তার বিদায়ে ভাঙে ৩২ রানের জুটি।

আহসান ভাট্টির বিদায়ের পর সাজঘরে ফিরে যান জাকের আলী অনিক ও। থীতু হয়েও নিজের ইনিংসকে বেশিদূর নিয়ে যেতে পারেননি তিনি। ১৯ বলে ২৪ রান করে জেমস ফুলারের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।

এরপর জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আরিফুল হক ও তানজিম হাসান সাকিব। তবে দলীয় ১০৩ রানে নজিম হাসান সাকিবের বিদায়ে মাত্র ১৬ রানেই ভাঙে এই জুটি।

এই জুটি ভাঙার পর আর বেশিদূর এগোতে পারেনি সিলেট। ১৮ ওভার ১ বলেই সব উইকেট হারিয়ে স্কোর বোর্ডে মাত্র ১১৬ রান জমা করতে পেরেছে সিলেট।

(ঢাকাটাইমস/২৬ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারাগারে সেলিনা হায়াৎ আইভী, যে মামলায় গ্রেপ্তার
মির্জাপুরে উদ্ধার হওয়া গরু ফিরিয়ে দিতে ৫০ হাজার টাকা চাইলেন এসআই
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর: তাদের বিরুদ্ধে এত অভিযোগ, তবুও বহাল...
পাকিস্তান থেকে চার্টার্ড ফ্লাইটে ফেরানো হবে রিশাদ ও নাহিদকে!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা