বিপিএল: সিলেটকে হারিয়ে প্লে-অফে বরিশাল

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপেএলের ১১তম আসরের ঢাকার দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচে সিলেটকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বরিশাল। এই জয়ে রংপুরের পর দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করলো তামিমের ফরচুন বরিশাল।
আজ রবিবার (২৬ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে সিলেট স্ট্রাইকার্স। ফাহিম আশরাফের ফাইফারেমাত্র ১১৬ রানে গুটিয়ে গেছে সিলেট। জবাবে ব্যাট করতে নেমে ১৫ ওভার ৪ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। সেই সঙ্গে নিশ্চিত করে প্লে-অফ।
বরিশালের হয়ে আজ ওপেনিংয়ে নামেন তামিম ইকবাল ও তাওহীদ হৃদয়। প্রথম দুই ওভারেই তারা তুলে নেন ২০ রান। তবে পরের ওভারেই তাওহীদ হৃদয়ের বিদায়ে ভেঙে যায় এই জুটি। ওপেনিংয়ে নেমে ভালো করতে পারেননি হৃদয়। ৭ বলে মাত্র ৬ রানে করেই সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে ২২ রানেই ওপেনিং জুটি ভাঙে বরিশালের।
তাওহীদ হৃদয়ের বিদায়ের পর বেশি সময় ক্রিজে থাকতে পারেননি ডেভিড মালানও। ৮ বলে ৯ রান করে সুমন খানের বলে আহসান ভাট্টির হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে ৩৯ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বরিশাল।
এক প্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন তামিম ইকবাল। তৃতীয় উইকেট জুটিতে তার সঙ্গে যোগ দেন মুশফিকুর রহিম। দুজনের অনবদ্য ৮১ রানের জুটিতে ৪ ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। ৫১ বলে ৫২ রানে অপরাজিত থাকেন তামিম ইকবাল। মুশফিক অপরাজিত থাকেন ৩০ বলে ৪২ রানে।
(ঢাকাটাইমস/২৬ জানুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন