ভ্যালেন্সিয়াকে ৭-১ গোলে বিধ্বস্ত করলো বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৫, ১১:৪৮
অ- অ+

লা লিগায় টানা চার ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেলো বার্সেলোনা। রবিবার (২৬ জানুয়ারি) ঘরের মাঠে ভ্যালেন্সিয়াকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছেহ্যান্সি ফ্লিকের দল। জোড়া গোল করেছেন ফের্মিন লোপেস।

একটি করে গোল করেছেন রবার্ট লেভানডোভস্কি, রাফিনিয়া, ডি ইয়ং ও ফেরান তোরেস। অন্য গোলটি আত্মঘাতী। ভ্যালেন্সিয়ার হয়ে একমাত্র গোলটি করেছেন হুগো দুরো।

প্রথম হাফেই ৫ গোল করে ভ্যালেন্সিয়াকে ম্যাচ থেকে ছিটকে দেয় বার্সেলোনা। গোলের শুরুটা করেন ডি ইয়ং। ম্যাচের তৃতীয় মিনিটে ইয়ামালের পাস থেকে গোল করেন ডাচ এই মিডফিল্ডার। অষ্টম মিনিটে গোল করেন ফেরান তোরেস। ১৪তম মিনিটে লোপেজের পাস থেকে গোল করেন রাফিনিয়া। চতুর্থ ও পঞ্চম গোলটি আসে ফের্মিন লোপেসের পা থেকে।

৫৯তম মিনিটে ভ্যালেন্সিয়ার হয়ে এক গোল শোধ করেন হুগো দুরো। দিয়েগো লোপেসের ক্রসে খুব কাছ থেকে জাল খুঁজে নেন দুরো। ৬৬তম মিনিটে আবারও পাঁচ গোলের ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। লোপেসের কাছ থেকে বল পেয়ে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন লেভানডোভস্কি। যা লিগে তার ১৭তম গোল।

৭৫তম মিনিটে তোরেসের শট ঠেকিয়ে দেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক। কিন্তু বিপদ কাটেনি পুরোপুরি। ফিরতি বলে বার্সেলোনা ফরোয়ার্ডের শট ঠেকাতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন সিজার টারেগা।

ফ্লিকের কোচিংয়ে মাত্র ৩২ ম্যাচে গোলের সেঞ্চুরি পূর্ণ করল বার্সেলোনা। এর চেয়ে কম ম্যাচে দলটি শতগোল করেছে কেবল হেলেনিয়ো এররার কোচিংয়ে তাও ১৯৫৯ সালে। সেইবার ৩১ ম্যাচে শত গোল করেছিলো বার্সেলোনা।

২১ ম্যাচে ১৩ জয় ও তিন ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে তিনে ফিরেছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে চূড়ায় রিয়াল মাদ্রিদ। আর ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাতলেটিকো মাদ্রিদ।

(ঢাকাটাইমস/২৭ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল করিম, সম্পাদক আনিসুজ্জামান
ঢাকার যানজটের অপ্রতিরোধ্য প্রভাব-যন্ত্রণা এবং তার সমাধান
মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত দেবে নির্বাচিত সংসদ: তারেক রহমান
রাজনৈতিকভাবে একটা অস্বাভাবিক পরিস্থিতিতে বাস করছি: মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা