সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৫| আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৪
অ- অ+

সিরাজগঞ্জ সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদানন্দপুর এলাকার শহীদ এম মনসুর আলী স্টেশনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দিন জানান।

নিহত ব্যক্তির বয়স ৬০ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে তার বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।

ওসি বলেন, ভোরের দিকে কোনো একটি ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য সিআইডি সদস্যরা কাজ করছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

(ঢাকা টাইমস/০৩ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাবিপ্রবিতে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল শিক্ষার্থীরা
দেশে ফিরলেন খালেদা জিয়া
খালেদা জিয়ার অপেক্ষায় ফিরোজার সামনে নেতাকর্মীদের ঢল
ভয়ংকর এক ‘ইনসাফ’ নিয়ে হাজির মোশাররফ করিম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা