ফেনীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ফেনীর দাগনভূঞায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার ফেনী-নোয়াখালী মহাসড়কের বেকের বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম দেবু বৈষ্ণব। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের মনোরঞ্জন বৈষ্ণবের ছেলে। বাকি দুজনের পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফেনী থেকে নোয়াখালী যাওয়ার পথে একটি মোটরসাইকেল মহাসড়কের বেকের বাজার এলাকায় একটি স’মিলের সামনে রাখা গাছের গুড়ির সঙ্গে ধাক্কার লাগে। এসময় মোটরসাইকেলের তিন আরোহী সড়কে ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়।
তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ ওই হাসপাতালের মর্গে রয়েছে।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে।’
(ঢাকাটাইমস/৪ফেব্রুয়ারি/এজে)

মন্তব্য করুন