ভৈরবে দুই শিশুর ঝগড়ার জেরে টানা তৃতীয় দিন সংঘর্ষ, আহত ১৫

কিশোরগঞ্জের ভৈরবে দুই শিশুর ঝগড়ার জেরে টানা তৃতীয় দিনের মতো সংঘর্ষে বাড়িঘর ভাঙচুরসহ ১৫ জন নারী-পুরুষ আহত হয়েছে। এর আগে গত ১ ও ২ ফেব্রুয়ারি দফায় দফায় সংঘর্ষ হয় দুই পক্ষে।
তৃতীয় দফার সংঘর্ষ হয় সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ১০টায় পৌর শহরের জগন্নাথপুর কমলার মোড় টিটিরোড এলাকার মিঠুরি বাড়ি ও বৈচার মার বাড়ির মধ্যে।
এ ঘটনায় আহতরা হলো, মিঠুরি বাড়ির শিপন মিয়া, সুলতান মিয়া, অনিক, তোফাজ্জল এবং বৈচার মার বাড়ির ফারুক মিয়া, বাবুনি বেগম, আরাফাত মিয়া ও বিজয় মিয়া। তাদের মধ্যে ফারুক মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও বিজয় মিয়া বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অন্যরা বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১ ফেব্রুয়ারি) শহরের জগন্নাথপুর এলাকার মিঠুরির বাড়ির মৃত মগল মিয়ার ছেলে আলী হোসেনের সাথে বৈচার মার বাড়ির নিমন মিয়ার ছেলে সিয়ামের মারামারি হয়। এই দুই শিশু স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। তাদের ঝগড়ার বিষয়ে দুই পক্ষের লোকজন মীমাংসা করতে গেলে বাগবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি হলে মুহূর্তেই তা সংঘর্ষে রূপ নেয়।
পরদিন রবিবার রাতে আবার সংঘর্ষ হয়। এ সময় বৈচার মার বাড়ির ফারুক মিয়া ও বিজয় গুরুতর আহত হন। ভাঙচুর ও লাটপাট করা হয় ১০-১২টি বাড়ি। সোমবার রাতে তৃতীয় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মিঠুরি বাড়ির পক্ষের শিপন মিয়া বলেন, ‘মিঠুরির বাড়ির মৃত মগল মিয়ার এতিম ছেলে আলী হোসেনকে বৈচার বাড়ির ছেলেরা মারধর করে। আমি ও আমার ছেলে শিশুটিকে বাঁচিয়ে আনতে গেলে আমাকেও মারধর করে বৈচার মার বাড়ির লোকজন। পরে ঘটনাটি সংঘর্ষে রূপ নেয়।’
বৈচার মার বাড়ির খোকন মিয়া বলেন, ‘শিশুরা মারামারি করেছে। মিঠুরির বাড়ির লোকজন আমাদের বাড়িতে এসে ভাঙচুর ও লুটপাট করেছে। আমার ছোট ভাই মোরাদ তাদের মারধরের কারণে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিওতে আছে। এ ছাড়া আমার বাড়ির আরেক ছোট ভাই বিজয় বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আমাদের বাড়িতে ঢুকে মহিলাদের মারধর এবং ঘর ভাঙচুর ও লুটপাট করেছে তারা। আমরা এর কঠোর বিচার চাই।’
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথপুর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি ।
(ঢাকাটাইমস/৪ফেব্রুয়ারি/মোআ)

মন্তব্য করুন