টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫১| আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৭
অ- অ+

কক্সবাজারের টেকনাফের শাহপরীতে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ও ৪ বোতল ফেনসিডিল জব্দ করেছে কোস্টগার্ড ও র‌্যাব। মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাত ১টায় বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী ও র‌্যাব-১৫ সিপিসি কর্তৃক টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সাবরাং খুরের মুখ সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে একটি ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড আভিযানিক দল বোটটিকে থামার সংকেত প্রদান করে। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় উক্ত বোটটিকে ধাওয়া করলে বোটটি সাবরাং খুরের মুখ সংলগ্ন সমুদ্র চরে আটকে যায় এবং বোটে থাকা মাদককারবারীরা সাঁতার কেটে তীরে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা বোটটিতে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ ও বস্তায় লুকায়িত অবস্থায় ১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা, ৪ বোতল ফেনসিডিল এবং ২টি দেশীয় অস্ত্র জব্দ করে।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা ও ফেনসিডিল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে সমন্বয় করে ধ্বংসের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকা টাইমস/০৪ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশের ৯ অতিরিক্ত ডিআইজিকে বদলি
মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ রাজউক চেয়ারম্যানের
কেরানীগঞ্জে র‌্যাব পরিচয়ে বাস ডাকাতি, অস্ত্রসহ  আটক ৫
ভারত-পাকিস্তান পরিস্থিতি ‘গভীরভাবে পর্যবেক্ষণ’ করছে বাংলাদেশ, সংযমের আহ্বান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা