দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত বুধবার ১২টায়, সড়কে যানবাহন চলবে

শুরায়ি নেজামের আয়োজনে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আগামীকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। মোনাজাত উপলক্ষে সড়কে যান চলাচল বন্ধ হবে না বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমা ময়দানে বিদেশি খিত্তার পাশে স্থাপিত জিএমপির নিয়ন্ত্রণ কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জিএমপি কমিশনার।
প্রথম ধাপের ইজতেমা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে জানিয়ে জিএমপি কমিশনার বলেন, ‘এখন দ্বিতীয় ধাপ চলছে। আগামীকাল বুধবার দুপুর ১২টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের মতোই দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাতেও কোনো ঝুঁকি নেই।’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি আগের মতোই আছে বলে জানান তিনি।
সিসি ক্যামেরা ও বাইনোকোলার দিয়ে মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে উল্লেখ করে ড. মোহাম্মদ নাজমুল করিম খান বলেন, ‘ড্রোন ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইজতেমা ময়দানের দুই কিলোমিটারের মধ্যে অনুমতি ছাড়া কেউ ড্রোন উড়াতে পারবেন না।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘৬ ফেব্রুয়ারি সন্ধ্যার মধ্যে শুরায়ি নেজাম প্রশাসনের কাছে ময়দান হস্তান্তর করবে। ৮ ফেব্রুয়ারি সাদপন্থীদের ময়দান বুঝিয়ে দেওয়া হবে। আশা করছি ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি সাদপন্থীরা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব সম্পন্ন করবেন।’
এ সময় শুরায়ি নেজামের শীর্ষ মুরব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান বলেন, ‘সাদপন্থীরা ইজতেমার ময়দান বুঝিয়ে নেওয়ার সময় যেসব জিনিস সরালে ক্ষতি হবে সেসব জিনিস সরানো হবে না।’
তবে সাদপন্থীরা ইজতেমা করার নৈতিকতা হারিয়েছেন উল্লেখ করে শুরায়ি নেজামের শীর্ষ মুরব্বি বলেন, ‘আজকের মধ্যে একটি প্রজ্ঞাপন হওয়ার কথা।’
এ সময় পুলিশ কমিশনারের সঙ্গে জিএমপির অতিরিক্ত কমিশনার মো. জাহিদুল হাসান, মো. তাহেরুল হক চৌহান, জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন, ট্রাফিক বিভাগের উপকমিশনার ইব্রাহিম খান, জিএমপির গোয়েন্দা শাখার উপকমিশনার মহিউল ইসলাম, সিটিএসবির উপকমিশনার আলমগীর হোসেনসহ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান উপস্থিত ছিলেন।
প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমায় মোট ৪০টি খিত্তায় ঢাকার একাংশসহ ২২টি জেলার মুসল্লিরা অংশ নেন। এর মধ্যে রয়েছে- যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর,খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ ও বান্দরবন জেলা। এ ছাড়া বিদেশি মেহমানদের জন্য আছে আলাদা তাঁবু।
৩ থেকে ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের ইজতেমা। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়ে হবে প্রথম পর্বের দ্বিতীয় ধাপ।
এরপর আগামী ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব শুরু হবে। মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা এ পর্বের ইজতেমায় অংশ নেবেন। তিন দিনের এই পর্বের ইজতেমা আগামী ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
(ঢাকাটাইমস/৪ফেব্রুয়ারি/মোআ

মন্তব্য করুন