পাবনায় পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া সেই আ.লীগ নেতা গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১০| আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৪
অ- অ+

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকাল ৭টার দিকে উপজেলার মথুরাপুর বিল এলাকার আনসার সরকারের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ওহাবকে ছিনিয়ে নেওয়ার ঘটনার এজাহারভুক্ত আসামি তার ব্যক্তিগত সহকারী রাব্বিকেও গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সুজানগর সার্কেলের অতিরিক্ত দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ।

এর আগে গত ২ ফেব্রুয়ারি বিকালে উপজেলার মথুরাপুর স্কুল মাঠে পুলিশের গাড়ি থেকে ৫০০-৭০০ কর্মী-সমর্থক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আব্দুল ওহাবকে ছিনিয়ে নেন।

এ ঘটনায় ওই দিন রাতে সুজানগর থানার উপপরিদর্শক মো. আজাহার আলী বাদী হয়ে ওহাবকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। এতে ওহাবসহ ৬৪ জন নামীয় ও কয়েকশ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

ওইদিন রাতেই যৌথবাহিনীর অভিযানে ১৬ জনকে আটক করলেও জিজ্ঞাসাবাদ শেষে এক নারীসহ ১১ জনকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আব্দুল ওহাবকে ছিনিয়ে নেওয়ার পর থেকেই পুলিশ ও যৌথবাহিনী তাকে ও ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রেখেছিল। এর অংশ হিসেবে সরাসরি পুলিশ সুপার স্যারের নেতৃত্বে পুলিশের ব্যক্তিগত অভিযানে সকালে মথুরাপুর বিল এলাকার একটি বাড়ি থেকে তাকেসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, ‘আসামিরা এখন পুলিশি হেফাজতে রয়েছে।’

(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাবার সামনেই ট্রাকচাপায় প্রাণ গেল প্রান্তর, ফেরা হলো না বাসায়
মাইলস্টোনে বিমান বিধ্বস্তে দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে গেলেন প্রধান উপদেষ্টা
‘যারা বড় চাকরি পেতে চান, তাদের বিএ পাস করার আগে বিয়ে করা উচিত নয়’
নরসিংদীতে চাঁদা না দেওয়ায় প্রতিবন্ধী অটোচালককে মারধরের ঘটনায় অভিযুক্তরা গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা