কুষ্টিয়া বিএনপির আহ্বায়ক কমিটির বিরুদ্ধে দখলদারির অভিযোগ অপর পক্ষের

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতারা আওয়ামী লীগের মতো দখলদারির রাজনীতি করছেন বলে অভিযোগ করেছেন দলের একটি পক্ষ। দলের স্বার্থে তারা বর্তমান মেয়াদ শেষ হওয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি দ্রুত বাতিলের দাবি জানিয়েছেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) কুষ্টিয়া শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির পদবঞ্চিত নেতা-কর্মীরা।
গত ৪ নভেম্বর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের পর থেকে পদবঞ্চিত নেতা-কর্মীরা কমিটি বাতিলের দাবি করে আসছেন।
সংবাদ সম্মেলনে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামিমুল হাসান বলেন, ‘আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে যে স্টাইলে রাজনীতি করেছে হানিফ-আতা (আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক এমপি মাহবুব উল আলম হানিফ এবং তার চাচাতো ভাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান), সেই স্টাইলে তাদেরই যোগসাজশে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসা-বাণিজ্য দখল করছেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।’
শামিমুল হাসান আরও বলেন, ‘৫ আগস্টের পর রক্তের দাগ এখনো শুকায়নি। আওয়ামী লীগ সরকারের আমলে কুষ্টিয়ায় প্রতিষ্ঠিত লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়ে হানিফের স্ত্রীকে বাদ দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন হয়েছে। সেখানে কুতুব উদ্দিন ও জাকির হোসেন মালিকানা নিয়েছেন।’
সংবাদ সম্মেলনে পদবঞ্চিত নেতারা জানান, কুষ্টিয়া জেলা বিএনপির বিতর্কিত আহ্বায়ক কমিটি দায়িত্ব গ্রহণের পর যে কয়েকটি উপজেলার আহ্বায়ক কমিটি করেছে, সব কটিতে ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে স্বজনপ্রীতির আশ্রয় নিয়ে অযোগ্য, দুর্বল ও আওয়ামী সরকারের সঙ্গে আঁতাতকারীদের নেওয়া হয়েছে।
জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক বলেন, ‘চাঁদাবাজি দখলদারির সঙ্গে জড়িয়ে পড়েছে এই আহ্বায়ক কমিটি। আওয়ামী লীগের এজেন্টদের স্থান দেওয়া হচ্ছে। গৌতম চাকীর (লাইসেন্সধারী অ্যালকোহল বিক্রেতা) কাছ থেকে প্রতি মাসে জেলা বিএনপির নামে দুই লাখ টাকা নেওয়া হচ্ছে। কারা নিচ্ছে, কে গ্রহণ করছে, কারা মসজিদের জায়গা দখল করছে খোঁজ নিলে সাংবাদিক ভাইয়েরা জানতে পারবেন?’
দাবি আদায়ের লড়াই এগিয়ে নেওয়ার লক্ষ্যে শিগগিরই নতুন কর্মসূচি দেওয়া হবে বলে জানান পদবঞ্চিত নেতারা।
সংবাদ সম্মেলনে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বশিরুল আলম চাঁদ, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক মেজবাউর রহমানসহ জেলা ও বিভিন্ন উপজেলার অন্তত ৩০ জন নেতা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলা বিএনপির নির্বাহী কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় গত ১২ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে তা বাতিল করা হয়। ২০১৯ সালের ৮ মে সৈয়দ মেহেদী আহমেদকে সভাপতি ও সোহরাব উদ্দিনকে সাধারণ সম্পাদক পদে বহাল রেখে জেলা বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। এর আগে ২০১২ সালে গঠিত কমিটিতে এই দুজন একই পদে ছিলেন।
(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/মোআ)

মন্তব্য করুন