বিপিএলের ফাইনালে মুখোমুখি হবে বরিশাল-চট্টগ্রাম, কবে কখন

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪০
অ- অ+

গত ৩০ ডিসেম্বর পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ১১তম আসরের। প্রায় দেড় মাসের জমজমাট লড়াই শেষে ফাইনালের অপেক্ষায় এবারের আসর। ৭ দলের প্রতিযোগিতায় শিরোপার লড়াইয়ে টিকে আছে দুই দল। এই দুই দলের মধ্যে যে কোনো এক দলের হাতে উঠকে এবারের শিরোপা।

বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। চলমান আসরের প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে তারা। এতে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের সুযোগ এসেছে তামিম ইকবালের দলের সামনে। শিরোপা নির্ধারণী ম্যাচে তারা পাচ্ছে কোয়ালিফায়ারের প্রতিপক্ষ চিটাগংকেই।

প্রথম কোয়ালিফায়ারে না জিতেও দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে বিপিএলের ফাইনালে উঠেছে চট্টগ্রাম। টানা দুই জয়ে এলিমিনেটরে আসে খুলনা। সেখানেও জয় পায় দলটি। তবে কোয়ালিফায়ারে ইনিংসের শেষ বলে ৪ মেরে জয় তুলে নেয় চট্টগ্রাম।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) শুরুবার বিপিএলের ফাইনাল মাঠে গড়াবে। ওই ম্যাচে বরিশাল ও চট্টগ্রাম মুখোমুখি হবে। বিপিএলের গ্রুপ পর্ব এবং কোয়ালিফায়ার ও এলিমিনেটরে দিনের দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ছয়টায় মাঠে গড়িয়েছে। দ্বিতীয় কোয়ালিফায়ারও হয়েছে সন্ধ্যা সাড়ে ছ’টায়।

তবে বিপিএলের ফাইনাল ম্যাচ রাখা হয়েছে সন্ধ্যা সাতটায়। আর ফাইনালের ভেন্যুও থাকছে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম।

টেলিভিশনে বিপিএল ফাইনাল দেখা যাবে টি-স্পোর্টসে। এ ছাড়া অনলাইনেও টি স্পোর্টস অ্যাপসে উপভোগ করা যাবে ম্যাচ। এ ছাড়া সরাসরি মাঠে বসে খেলা দেখতে ওয়েবসাইট ও মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখা থেকে টিকিট সংগ্রহের সুযোগ থাকছে।

(ঢাকাটাইমস/০৬ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে: তারেক রহমান
শেখ পরিবারের ৫ সদস্যের জমি-বাড়ি ক্রোক, রিসিভার নিয়োগের আদেশ
ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের চার যুদ্ধবিমান
নিজের ওপর চলা নির্যাতনের বর্ণনা দিয়ে বিচার চাইলেন রাশেদ খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা