অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে জামালপুরে গ্রেপ্তার ১২

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৬
অ- অ+

জামালপুরে অপারেশন 'ডেভিল হান্টের' তৃতীয় দিনে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে সোপর্দ করা হয়।

এর আগে গত রাত থেকে আজ ভোর পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সোহেল মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার হওয়া সবাই আওয়ামী লীগ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী বলে জানায় পুলিশ। তা হলেন জামালপুর সদর উপজেলার নরুন্দি ব্রহ্মোত্তর এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে আওয়ামী লীগ কর্মী মো. সাইদুর রহমান (৪৭)। সরিষাবাড়ীর হাটবাড়ী এলাকার মো. সুরুজ্জামানের ছেলে এবং ডোয়াইল ইউনিয়ন ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক মো. আল আমিন (৩০)। ইসলামপুরের লক্ষীপুর বালুর চর এলাকার মৃত জামাল প্রামানিকের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী মো. হুমায়ুন রশিদ ওরফে দুলাল মিয়া (৪৫), শিরাজাবাদ খানবাড়ী এলাকার মৃত পহিদুর রহমান খানের ছেলে পলবান্ধা ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. সাজেদুল ইসলাম খান ওরফে শামীম (৩৫), উত্তর সিরাজাবাদ এলাকার মো. ফজলুর রহমান ওরফে গোলজার মহরীর ছেলে ইসলামপুর উপজেলা ছাত্রলীগের গ্রন্থ প্রকাশনা সম্পাদক মো. তানজিল হোসেন (২৫)

আরও গ্রেপ্তর হয়েছেন মাদারগঞ্জের বানিকুঞ্জ এলাকার মির্জা আব্দুল মতিনের ছেলে মাদারগঞ্জ পৌর আওয়ামী লীগের যুব ক্রীড়াবিষয়ক সম্পাদক মির্জা আবুল কালাম আজাদ (৫৭), চর মদন গোপাল এলাকার মোহাম্মদ নায়েব আলীর ছেলে সিধুলী ইউনিয়ন ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. আলম হোসেন (৩২), গজারিয়া এলাকার মরহুম দলিল উদ্দিনের ছেলে নং আদারভিটা ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. মোহাম্মদ আমেজ উদ্দিন (৪২), মেলান্দহ উপজেলার শাহাজাতপুর এলাকার লোকমান ফারাজীর ছেলে মেলান্দহ উপজেলা যুবলীগের সাবেক সহ-সম্পাদক মো. সুজাউল হক সুজন ফারাজী।

দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী আকন্দপাড়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম কাজী (৬৫), ডালাবাড়ী এলাকার মরহুম ইদ্রিসের ছেলে দেওয়ানগঞ্জ উপজেলা তাতী লীগের সভাপতি মো. সুলতান (৫৪)

বকশীগঞ্জ উপজেলার বালুগাঁও ধানুয়া কামালপুর এলাকার মরহুম . মজিদের ছেলে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের যুবলীগের প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. গোলাম রব্বানী (৩৩)

প্রসঙ্গে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সোহেল মাহমুদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশের মতো জামালপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিশেষ ক্ষমতা এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠঅনো হয়। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিনষ্ট করার অভিযোগ রয়েছে।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/মোআ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা
প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে অনুমতি লাগবে স্বাস্থ্য অধিদপ্তরের
বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুনের সূত্রপাত নিয়ে যা জানা গেল 
শিগগিরই বাংলাদেশ সফর করতে পারেন জর্জিয়া মেলোনি: ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা