সচিবালয়ে যাচ্ছেন বিডিআরের ৯ সদস্যের প্রতিনিধি দল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৬| আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৯
অ- অ+

২০০৯ সালে ঢাকার পিলখানায় বিদ্রোহের অভিযোগে চাকরিচ্যুত ও মামলার আসামি হয়ে কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরি ফেরতে দাবি আদায়ে বিডিআরের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যাচ্ছে।

বুধবার দুপুর ২টার দিকে ৮ সদস্যের নাম ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক রোকসেদ আলম প্রধান রিয়াল।

সচিবালয়ে যাওয়া প্রতিনিধি দলের সদস্যরা হলেন- বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার, আয়াতুল্লাহ বেহেস্তি, ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি মামুনুর রশীদ মামুন ও বিডিআর সদস্যরা হলো- সুবেদার ফখরুদ্দিন, হাবিলদার মনিরুজ্জামান, সিফাহী ফয়জুল আলম, রোকসেদ আলম প্রধান রিয়াল ও মাহবুবুর রহমান।

প্রতিনিধি দল যাওয়ার পরেও আন্দোলন চলবে কি জা জানতে চাইলে বিডিআর সদস্য রিয়াল বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার আমাদের সঙ্গে যাবেন। আমরা একটি প্রতিনিধি দল তার নেতৃত্বে সচিবালয়ের উপদেষ্টার সঙ্গে বৈঠক করব। আমরা আমাদের দাবি দাওয়া তুলে ধরব এবং দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। তবে আমরা বিডিআর সদস্যরা শৃঙ্খল বাহিনীর সদস্য হওয়ায় কোন সরকারি স্থাপনা বা গাড়ি বা সাধারণ মানুষের কোন ধরনের ক্ষতি আমরা করব না।

(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাউফলে উত্ত্যক্তের শিকার স্কুলছাত্রীর চিরকুট লিখে আত্মহত্যা
মাগুরায় আছিয়ার বাড়িতে জামায়াত  আমির
দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি বাচ্চু, সম্পাদক দুলাল
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত করলেন গুতেরেস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা