বাংলাদেশ ম্যাচের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা পাকিস্তান শাহীনসের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৯
অ- অ+

চলতি মাসের ১৯ তারিখে পর্দা উঠছে মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের।২০১৭ সালের পর আরও একবার চ্যাম্পিয়ন্স ট্রফি দেখার সৌভাগ্য হচ্ছে ক্রিকেটপ্রেমীদের। তবে মূল পর্বের লড়াইয়ে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ উপলক্ষে পাকিস্তান ‘এ’ দল বা পাকিস্তান শাহীনসের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে। এই দলটির নেতৃত্ব দেবেন মোহাম্মদ হারিস।

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের যে দলটা মাঠে নামবে, সেই দলের কেউই নেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। পাকিস্তানের ক্রিকেটাররা ত্রিদেশীয় সিরিজেই তাদের প্রস্তুতি সেরেছে। মূলত অন্যান্য দলের প্রস্তুতির কথা মাথায় রেখেই পাকিস্তন শাহীনস তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে। যার মধ্যে একটি ম্যাচ রয়েছে বাংলাদেশের বিপক্ষে।

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে। আগামী ১৭ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ম্যাচটি। একই দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভিন্ন প্রস্তুতি ম্যাচে শাহীনসের আরেকটি দলকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ হুরায়রা।

এর আগে ১৪ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন শাদাব খান। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি হবে পাকিস্তানের লাহোরে। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ অনুষ্ঠিত হবে করাচিতে।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে মোহাম্মদ হারিস ছাড়াও আরও আছেন আমির জামাল, আব্দুল সামাদ, আলী রাজা, আজান আওয়াইস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুবাসির খান, মুসা খান, ওমাইর বিন ইউসুফ, শাহিবজাদা ফারহান, সুফিয়ান মুকিম ও উসামা মীর।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে পাকিস্তানিদের কোচ এবং ম্যানেজারের ভূমিকায় থাকবেন দেশটির সাবেক পেসার উমর গুল। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে কোচ কাম ম্যানেজার হিসেবে থাকবেন মানসুর আমজাদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে এই দায়িত্বে থাকবেন ইজাজ আহমেদ। বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহীনসের স্কোয়াড: মোহাম্মদ হারিস (অধিনায়ক), আমির জামাল, আব্দুল সামাদ, আলী রাজা, আজান আওয়াইস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুবাসির খান, মুসা খান, ওমাইর বিন ইউসুফ, শাহিবজাদা ফারহান, সুফিয়ান মুকিম এবং উসামা মীর।

(ঢাকাটাইমস/১৩ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধান উপদেষ্টার কার্যালয়সহ বেশকিছু এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
চাঁদপুরে কোরবানির জন্য প্রস্তুত ৬২ হাজার পশু
পূবাইলে শ্রমিক দল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন 
এবার সস্ত্রীক কারাগারে সেই মিল্টন সমাদ্দার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা