বৈষম্যবিরোধীদের কাউন্সিল: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মুখ্য সংগঠক হলেন ওমর ফারুক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৮| আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪৮
অ- অ+

অনুষ্ঠিত হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটির কাউন্সিল নির্বাচন। শুক্রবার বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের কেন্দ্রীয় কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক নির্বাচিত হয়েছেন উত্তরার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ওমর ফারুক (যুবরাজ)।

নির্বাচনে ভোট দেন সারা দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে মোট ৬৫ জন কাউন্সিলর। ৩৫ ভোটে জয়ী হন ওমর ফারুক। জুলাই অভ্যুত্থানে উত্তরা অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ফারুকের এই জয়ে বৃহত্তর উত্তরার আন্দোলনকারী ছাত্র সমাজ উচ্ছ্বাস প্রকাশ করেছেন৷

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ইউরোপিয়ান ইউনিভার্সিটির জাকির হোসেন মঞ্জু। সদস্যসচিব হয়েছেন ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের সাবিনা ইসলাম।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে
আধুনিক বিমান বাহিনী গড়ে তুলতে প্রচেষ্টা অব্যাহত থাকবে: প্রধান উপদেষ্টা
বগুড়ায় অ‌টো‌রিকশা চালক হত্যার দায়ে দুজ‌নের মৃত্যুদণ্ড
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা