শ্রীপুরে এক রাতে দুই বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট

শ্রীপুরে এক রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতরা এসময় ওই বাড়ির সদস্যদের হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়।
রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার শিমলাপাড়া, শিড়িশগুড়ি গ্রামের বাদল মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, রাত আড়াইটার দিকে বসতবাড়ির রান্না ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে ডাকাতদল। পরে ঘরের গেটের দুটি তালা কেটে বাদল মিয়ার কক্ষে প্রবেশ করে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র ঠেকিয়ে টাকা, স্বর্ণালংকার ও মোবাইলফোন লুটে নেয়। এক পর্যায়ে পাশের আরও দুটি ঘরেও প্রবেশের চেষ্টা করে। পরে আশপাশের লোকজন চিৎকার করলে ডাকাতরা পালিয়ে যায়।
বাড়ির মালিক বাদল মিয়া জানান, ঘরের ভেতর ৫ জন প্রবেশ করেছিল। তাদের সবার বয়স ১৮ থেকে ২২ বছর। দুজনের মুখ খোলা ছিল, বাকি তিনজন মুখোশ পরা ছিল।
এদিকে একই রাতে ওই গ্রামের আরও একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এছাড়াও টাকা আছে সন্দেহে একটি প্রাইভেটকার গাড়ির কাচ ভাঙে ডাকাতরা।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই থানার উপ-পরিদর্শক কুদ্দুস মিয়া জানান, ঘটনাস্থলে গিয়ে আলামত পেয়েছি। বিষয়টির তদন্ত চলমান।
(ঢাকা টাইমস/১৭ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন