অপারেশন ডেভিল হান্টে বিরামপুর উপজেলার সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৬| আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩১
অ- অ+

অপারেশন ডেভিল হান্টে দিনাজপরের বিরামপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজুকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

বুধবার দিবাগত রাত ১টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত খাইরুল আলম রাজু বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর মৃত ফসি উদ্দিন মণ্ডলের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, বিরামপুর উপজেলার কাটলা হাইস্কুল মাঠে ২০২২ সালের ৫ জানুয়ারি মারপিটের ঘটনায় রশিদুল নামে এক ব্যক্তির মৃত্যু ঘটে। এ ঘটনায় গত বছরের ২৫ অক্টোবর বিরামপুর থানায় একটি হত্যা মামলা হয়। মামলায় দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলি সাদিক সহ ১১৩ জনের নাম উল্লেখসহ ২৫০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

এই মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. খাইরুল আলম রাজুকে সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর ডেভিল হান্ট অপারেশনে গ্রেপ্তার করা হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. খাইরুল আলম রাজুকে সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর ডেভিল হান্ট অপারেশনে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আজ সকালে দিনাজপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

(ঢাকা টাইমস/২০ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা