মহানবীকে কটূক্তির প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ ও সমাবেশ

জামালপুর প্রতিনিধি, জামালপুর
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৭| আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪২
অ- অ+

মহানবী হজরত মোহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করেছে ঈমান আকিদা সংরক্ষণ কমিটি। তারা কটূক্তিকারী রাখাল রাহা হাসান গালিবকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে শহরের বিজয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পাঁচ রাস্তায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন, জামালপুর ঈমান আকিদা সংরক্ষণ কমিটির সভাপতি মুফতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মাও. সাঈদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মুফতি জুবায়ের, সাংগঠনিক সম্পাদক হাফেজ জাহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা মহানবীকে কটূক্তিকারী রাখাল রাহা হাসান গালিব এবং র‌্যাব কর্মকর্তা আলেপসহ গুম-খুনের সাথে জড়িত সব কর্মকর্তার শাস্তি বিচারের দাবি জানান। তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

সময় জামালপুর ঈমান আকিদা সংরক্ষণ কমিটির শহর সাংগঠনিক সম্পাদক মুফতি মাহতাব রহমান, মুফতি আনোয়ার হোসাইন জামালপুরী, প্রচার সম্পাদক মুফতি আব্দুল্লাহ মামুন, সহ প্রচার সম্পাদক মুফতি মিজানুর রহমান, সদস্য মুফতি মনজুরুল ইসলামসহ বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিকে বাঁচাতে গিয়ে চিকিৎসকেরা আহত, বিজিবির হেলিকপ্টারে আনা হলো ঢাকায়
বিএনপির সম্ভাব্য প্রার্থী জরিপ: খুলনা ও বরিশাল বিভাগে গুডবুকে যারা
বনানীতে সিসা লাউঞ্জে আধিপত্যের দ্বন্দ্বেই রাহাত খুন: র‍্যাব
ঢাকাসহ ৭ বিভাগে হালকা বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা