গাঁজা-ইয়াবাসহ ১০ মামলার আসামি স্বপনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকা থেকে ১০ মাদক মামলার আসামি চিহ্নিত মাদক কারবারি স্বপন মিয়াসহ দুই মাদক কারবারিকে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত অপর আসামি হলেন সোহেল রানা (৩০)।
মঙ্গলবার ভোরে শুক্রাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে শেরেবাংলা নগর থানা পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে দুই কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ৪৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজম এসব তথ্য নিশ্চিত করেন।
শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে শেরেবাংলা নগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় মাদক কারবারি শুক্রাবাদ এলাকার একটি গলিতে প্রাইভেটকারে মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটের দিকে সেখানে অভিযান পরিচালনা করে শেরেবাংলা থানা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকারসহ পালিয়ে যাওয়ার সময় গাড়ির গতিরোধ করে মাদক কারবারি স্বপন মিয়া ও সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের গ্রেপ্তারের পর প্রাইভেটকারের ভেতরে তল্লাশী করে দুটি ব্যাগে স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় দুই কেজি ৮০০ গ্রাম গাঁজা ও তাদের দেহ তল্লাশী করে ৪৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য দুই লাখ সাতান্ন হাজার টাকা। এসময় মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। কুমিল্লা থেকে গাঁজা ও ইয়াবা ক্রয় করে ঢাকায় এনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রয় করে তারা।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত স্বপন মিয়ার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদকের ১০টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
(ঢাকাটাইমস/৪মার্চ/এলএম/এজে)

মন্তব্য করুন