অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে ফিরছেন সুনীল ছেত্রী

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২৫, ১১:৪৩
অ- অ+

মাত্র ৮ মাসের ব্যবধানে অবসর ভেঙে পেশাদার ফুটবলে ফেরার ঘোষণা দিয়েছেন ভারতীয় কিংবদন্তি সুনীল ছেত্রী। চলতি মাসে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও মাঠে প্রত্যাবর্তন হবে ৪০ বছর বয়সী এ ফুটবলারের।

অবসর ভেঙে সুনীলের ফেরার বিষয়টি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছে ভারতের ফুটবল ফেডারেশন।

যেখানে তারা লেখে, ‘মার্চের ফিফা আন্তর্জাতিক উইন্ডোকে সামনে রেখে অধিনায়ক, নেতা ও কিংবদন্তি আবার জাতীয় দলে ফিরবেন।’

আগামী ২৫ মার্চ ঘরের মাঠে এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। ওই ম্যাচ দিয়ে আবার জাতীয় দলে প্রত্যাবর্তন হবে এ তারকার।

ভারতের সর্বকালের সেরা এ গোলস্কোরার গত বছরের জুনে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে কুয়েতের বিপক্ষে ম্যাচ শেষে অবসরের ঘোষণা দিয়েছিলেন। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলস্কোরারের তালিকায় চতুর্থ স্থানে আছেন ৪০ বছর বয়সী এ ফুটবলার। তার উপরে আছেন কেবল ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও আলী দাই। ভারতের হয়ে ১৫১ ম্যাচ খেলে ৯৪ গোল করেছেন সুনীল। আন্তর্জাতিক ফুটবল থেকে দূরে গেলেও ইন্ডিয়ান সুপার লিগে বেঙ্গালুরু এফসির হয়ে খেলা চালিয়ে যাচ্ছিলেন তিনি।

(ঢাকাটাইমস/০৭ মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দায়িত্ব নিয়েই হেভিওয়েট আ.লীগ নেত্রী গ্রেপ্তার, ঢাকা রেঞ্জের ডিআইজির প্রশংসায় জুলকারনাইন সায়ের
ফের একাধিক প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, বিস্ফোরণ-গোলাগুলি
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা