অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে ফিরছেন সুনীল ছেত্রী

মাত্র ৮ মাসের ব্যবধানে অবসর ভেঙে পেশাদার ফুটবলে ফেরার ঘোষণা দিয়েছেন ভারতীয় কিংবদন্তি সুনীল ছেত্রী। চলতি মাসে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও মাঠে প্রত্যাবর্তন হবে ৪০ বছর বয়সী এ ফুটবলারের।
অবসর ভেঙে সুনীলের ফেরার বিষয়টি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছে ভারতের ফুটবল ফেডারেশন।
যেখানে তারা লেখে, ‘মার্চের ফিফা আন্তর্জাতিক উইন্ডোকে সামনে রেখে অধিনায়ক, নেতা ও কিংবদন্তি আবার জাতীয় দলে ফিরবেন।’
আগামী ২৫ মার্চ ঘরের মাঠে এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। ওই ম্যাচ দিয়ে আবার জাতীয় দলে প্রত্যাবর্তন হবে এ তারকার।
ভারতের সর্বকালের সেরা এ গোলস্কোরার গত বছরের জুনে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে কুয়েতের বিপক্ষে ম্যাচ শেষে অবসরের ঘোষণা দিয়েছিলেন। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলস্কোরারের তালিকায় চতুর্থ স্থানে আছেন ৪০ বছর বয়সী এ ফুটবলার। তার উপরে আছেন কেবল ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও আলী দাই। ভারতের হয়ে ১৫১ ম্যাচ খেলে ৯৪ গোল করেছেন সুনীল। আন্তর্জাতিক ফুটবল থেকে দূরে গেলেও ইন্ডিয়ান সুপার লিগে বেঙ্গালুরু এফসির হয়ে খেলা চালিয়ে যাচ্ছিলেন তিনি।
(ঢাকাটাইমস/০৭ মার্চ/এনবিডব্লিউ)

মন্তব্য করুন