যশোরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় চাচাতো তিন ভাই আটক

যশোর সদর উপজেলার যোগীমাঠপাড়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ শহিদুল ইসলামকে (৬০) হত্যার ঘটনায় তার চাচতো তিন ভাইকে আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ।
আজ (৮ মার্চ) দুপুরে ঘটনার পরপরই ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বিল্লাল, একলাছ ও রাসেল। তারা একই গ্রামের নুর ইসলামের ছেলে। এর আগে সকালে শহিদুল তাদের হাতে খুন হন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। সকালে মাঠে পানি দেওয়া নিয়ে ঘটনার সূত্রপাত।
ঘটনার পরপরই পুলিশ অভিযানে নেমে তিনজনকে আটক করে। হত্যার ঘটনার তদন্ত চলছে বলে জানান ওসি।
এর আগে আজ দুপুর সাড়ে ১২টার দিকে যোগীমাঠপাড়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের হাতে মারা যান বৃদ্ধ শহিদুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম ধানের ক্ষেতে পানি দিচ্ছিলেন। এ সময় তার চাচাতো ভাইয়েরা তার ওপর হামলা চালান। তারা কোদালের আছাড়ি দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
(ঢাকাটাইমস/৮মার্চ/মোআ

মন্তব্য করুন