ওসিকে পুনর্বহালের দাবিতে সিংগাইরে মানববন্ধন

গণমাধ্যমে মানিকগঞ্জের সিংগাইর থানার বিরুদ্ধে ঘুষ-বাণিজ্যের অভিযোগ প্রকাশিত হলে সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীরকে প্রত্যাহার করা হয়। তাকে পুনর্বহালের দাবিতে সিংগাইরে মানববন্ধন হয়েছে।
শনিবার (৮ মার্চ) দুপুরের দিকে সিংগাইর উপজেলা মোড়ে ইসলামী সমমনা দল, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও সাধারণ মানুষের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা সাবেক ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরকে মানবতাবাদী ও সাহসী পুলিশ কর্মকর্তা হিসেবে আখ্যায়িত করেন। তারা বলেন, তিনি ভূমিদস্যুদের আতঙ্ক, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং সমাজে অনৈতিক কার্যকলাপের বিরোধী ছিলেন। তার কর্মদক্ষতায় সিংগাইরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছিল।
বক্তারা আরও দাবি করেন, সাবেক ওসি জাহাঙ্গীর ব্যক্তিগতভাবে কোনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না, বরং সিংগাইরের আইনশৃঙ্খলা রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাকে অন্যায়ভাবে প্রত্যাহার করা হয়েছে। তার দ্রুত পুনর্বহাল দাবি করেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের সিংগাইর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ ফারুকী, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মহিউদ্দিন কাসেমী, উপজেলা সভাপতি মাওলানা দ্বীন মোহাম্মদ জায়গীর, মাওলানা সোলাইমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রমজান মাহমুদ, মাওলানা মামুনুল হক প্রমুখ।
(ঢাকাটাইমস/৮মার্চ/মোআ)

মন্তব্য করুন