পরোক্ষ ধুমপান কমাতে দরকার শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন

বাণিজ্য উপদেষ্টার সাথে প্রজ্ঞা-আত্মা’র সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ মার্চ ২০২৫, ১৭:৩৯
অ- অ+

শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন পরোক্ষ ধূমপান কমাবে বলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনকে জানিয়েছে প্রগতির জন্য জ্ঞান-প্রজ্ঞা ও অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স-আত্মার একটি প্রতিনিধি দল। সোমবার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার কার্যালয়ে তাঁর সঙ্গে দেখা করে প্রতিনিধি দলের সদস্যরা একথা জানান।

বৈঠকে বাণিজ্য উপদেষ্টার সাথে আলোচনায় অংশ নেন আত্মা’র আহ্বায়ক মতুর্জা হায়দার লিটন, সহ-আহ্বায়ক নাদিরা কিরণ, বাংলা ট্রিবিউনের বিজনেস ইনচার্জ মো. শফিকুল ইসলাম এবং প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের ও কর্মসূচি প্রধান মো. হাসান শাহরিয়ার।

প্রতিনিধি দলের সদস্যরা জানান, কোথাও স্মোকিং জোন থাকলে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ বজায় থাকে না। বিশেষ করে হোটেল এবং রেস্তোরাঁয় স্মোকিং জোনে প্রবেশ বা বের হওয়ার সময় সিগারেটের ধোঁয়া পুরো রেস্তোরাঁয় ছড়িয়ে পড়ে এবং সেখানে আগত নারী, শিশুসহ সবাই পরোক্ষ ধূমপানের ক্ষতির শিকার হয়। একইসাথে সেবা কর্মীরাও সেবা দিতে গিয়ে পরোক্ষ ধূমপানের শিকার হয়। তাই পরোক্ষ ধূমপানের স্বাস্থ্যক্ষতি থেকে অধূমপায়ীদের সুরক্ষা প্রদান করতে আইন সংশোধনের মাধ্যমে ‘ধূমপানের জন্য নির্ধারিত স্থান’ বিলুপ্ত করার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

তারা আরও জানান, দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে বাংলাদেশে তামাক ব্যবহারের হার সবচেয়ে বেশি ৩৫.৩ শতাংশ, যা ভারতে ২৮.৬ শতাংশ এবং পাকিস্তানে ১৯.১ শতাংশ। তামাক ব্যবহারের কারণে বাংলাদেশে বছরে এক লাখ ৬১ হাজার মানুষ বিভিন্ন রোগে মারা যায়। এই মৃত্যু ও স্বাস্থ্যখাতে তামাকজনিত রোগ চিকিৎসার খরচ কমিয়ে আনতে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন অনুমোদনে প্রতিনিধি দলের সদস্যরা বাণিজ্য উপদেষ্টার সহযোগিতা কামনা করেন।

(ঢাকাটাইমস/১০মার্চ/এমএইচ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুবিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন
কুষ্টিয়ায় জুলাই শহীদ পরিবার ও আহতদের মাঝে চেক প্রদান
গণঅভ্যুত্থানের বর্ষপূতিতে ব্রাহ্মণবাড়িয়ায় গণমিছিল ও সমাবেশ
রিপোর্টার্স ক্লাবে সাংবাদিক পেটালেন সাবেক এমপির ভাগ্নে ও সাবেক ছাত্রদল সভাপতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা