বান্দরবানে স্বামীর সহায়তায় স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, স্বামীসহ গ্রেপ্তার ২

বান্দরবান প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মার্চ ২০২৫, ১৯:৪২
অ- অ+

বান্দরবানের লামার মিরিঞ্জা ভ্যালির পর্যটন কেন্দ্রের একটি রিসোর্টে স্বামীর সহায়তায় স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। মিরিঞ্জা ভ্যালি এগেইন নামের জুমঘরে ছয়জন মিলে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে লামা থানায় মামলা করেন।

বুধবার (১২ মার্চ) ধর্ষণের শিকার ওই নারীর এজাহারের পর পুলিশ তার স্বামী রুবেল (৩২) ও স্বামীর বন্ধু সাগরকে (৩০) গ্রেপ্তার করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লামা উপজেলার মিরিঞ্জা পর্যটন এলাকায় অবস্থিত রিসোর্ট মিরিঞ্জা ভ্যালির নাইট গার্ড লামা পৌরসভার মধুঝিরি এলাকার আবুল কাশেমের (বোবা) ছেলে রুবেল (৩২) তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে গত শনিবার রিসোর্টে যান। সেখানে ওই নারীকে ভয়-ভীতি দেখিয়ে চার দিন রেখে ছয়জনে মিলে পালাক্রমে ধর্ষণ করে।

পরে মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে ধর্ষণের শিকার নারী রিসোর্ট থেকে পালিয়ে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।

প্রাথমিক চিকিৎসার পর ওই নারী থানায় গিয়ে পুলিশের কাছে ঘটনার বর্ণনা দেন। এই ঘটনায় চারজনকে এজাহার নামীয় ও দুজনকে অজ্ঞাতনামা আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩)/৩০ ধারায় মামলা করেন ধর্ষণের শিকার নারী।

মামলার অন্য আসামিরা হলেন লামা পৌরসভার মধুঝিরি এলাকার দানু মিয়ার ছেলে জহির (৪০) ও লাইনঝিরি এলাকার কবিরের ছেলে মামুন (২৮)। এছাড়া মামলায় অজ্ঞাতনামা দুজনকে আসামি করা হয়।

বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল করিম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এক নারীকে ছয়জন গণধর্ষণ করেছে বলে অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে। অভিযুক্ত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

(ঢাকাটাইমস/১২মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা