শেরপুরে ট্রাকচাপায় ইজিবাইকের যাত্রী নিহত

শেরপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৫, ১৬:২৪
অ- অ+

শেরপুরে এক্সকেভেটর বহনকারী মাহিন্দ্র ট্রাকের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। শুক্রবার রাতে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের বটতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মুসলিম উদ্দিন ঝিনাইগাতী উপজেলার তেতুলতলা গ্রামের সহিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে ঝিনাইগাতীগামী এক্সকেভেটর বহনকারী মাহিন্দ্র ট্রাকটি একটি বাসকে সাইড দেয়ার সময় শেরপুরগামী যাত্রীবাহী ইজিবাইককে চাপা দেয়। এতে গুরুতর আহত হন ইজিবাইকচালক অন্য যাত্রীরা। পরে এলাকাবাসী চিৎকার শুনে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে যাত্রী মুসলিম উদ্দিন ও ইজিবাইকচালক আলাউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে সেখানে নিয়ে যাবার পথে মুসলিম উদ্দিন মারা যান। বাকিরা শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম শনিবার দুপুরে বলেন, ঘটনার পরপরই ট্রাক ও ইজিবাইক জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে ট্রাকচালক ঘটনার পরপরই কৌশলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(ঢাকা টাইমস/২২মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা