শেরপুরে ট্রাকচাপায় ইজিবাইকের যাত্রী নিহত

শেরপুরে এক্সকেভেটর বহনকারী মাহিন্দ্র ট্রাকের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। শুক্রবার রাতে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের বটতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুসলিম উদ্দিন ঝিনাইগাতী উপজেলার তেতুলতলা গ্রামের সহিজ উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম শনিবার দুপুরে বলেন, ঘটনার পরপরই ট্রাক ও ইজিবাইক জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে ট্রাকচালক ঘটনার পরপরই কৌশলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
(ঢাকা টাইমস/২২মার্চ/এসএ)

মন্তব্য করুন