গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য সারোয়ার দিনাজপুরে গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৫, ০৮:৫০| আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৮:৫৩
অ- অ+

দিনাজপুরে বড় বোনের বাড়িতে আত্মগোপনে থাকা গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবিরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় শহরের ঈদগাহ আবাসিক এলাকায় বড় বোন আফরোজা পারভীন কবিরের দীবা গার্ডেন নামক বাসা থেকে তাকে আটক করা হয়। দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, “সারোয়ার কবিরের আত্মগোপনে থাকার খবরটি জানার পর অভিযানে নামে পুলিশ। ঈদগাহ আবাসিক এলাকার কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে তার বোন দিনাজপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক আফরোজা পারভীনের বাসা থেকে তাকে আটক করে পুলিশ।”

তিনি এও জানান,গত ১ মার্চ থেকে ওই সাবেক সংসদ সদস্য তার বোনের বাসায় আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় দুটি মামলা রয়েছে।

শাহ সারোয়ার কবির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

(ঢাকাটাইমস/০১এপ্রিল/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা