আজ কুলাউড়ায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন জামায়াতের আমির

নিজ জন্মভূমি কুলাউড়ায় এসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (মঙ্গলবার) এখানে তিনি তার নিজ উপজেলা কুলাউড়ায় পৌঁছে সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন।
উপজেলা জামায়াতের আমির আব্দুল মুন্তাজিম জানান, দেশব্যাপী জামায়াতে গণসংযোগ পক্ষ পালন উপলক্ষে আমিরে জামায়াত তার নিজ উপজেলায় মঙ্গলবার দিনব্যাপী সফর করবেন।
সফরকালে সকাল সাড়ে ১০টায় ভূকশিমইল ইউনিয়নে দাওয়াতি সভা, সাড়ে ১১টায় পৌরসভার হলরুমে অমুসলিমদের নিয়ে মতবিনিময় এবং বিকাল সাড়ে ৩টায় ছাত্রশিবির সদস্যদের নিয়ে শিক্ষা বৈঠক, বিকাল ৫টায় রবিরবাজার জামে মসজিদে আসরের নামাজ আদায় ও মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান, সাড়ে ৫টায় পৃথিমপাশা, সন্ধ্যা ৭টায় ব্রাহ্মণবাজার ও রাত সাড়ে ৮টায় ভাটেরা ইউনিয়নে দাওয়াতিসভায় তিনি অংশগ্রহণ করবেন বলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়।
(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এজে)

মন্তব্য করুন