‎মোহাম্মদপুরে অস্ত্রের মুখে গরু ছিনিয়ে নেওয়ার চেষ্টা সাবেক কাউন্সিলরের, থানায় অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০২৫, ২১:৩৬
অ- অ+

‎‎রাজধানীর মোহাম্মদপুরে একটি গরুর খামার থেকে অস্ত্রের মুখে গরু ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও খামারের মালিককে মারধরের অভিযোগ উঠেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টুর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী খামার মালিক খন্দকার আনিসুর রহমান মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

‎বুধবার (৪ জুন) দুপুর সাড়ে ৩টায় মোহাম্মদপুরের বসিলা ৪০ ফিট এলাকায় এ ঘটনা ঘটে।

‎ভুক্তভোগী খন্দকার আনিসুর রহমান জানান, আমি বসিলা ৪০ ফিট এলাকায় দুপুরে গরু বিক্রি করার জন্য গরুর খামারে বসে ছিলাম। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি- তার দলবল নিয়ে বিকাল সাড়ে তিনটায় গরুর খামারে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে গরু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে আমি বাঁধা দিলে আমার কলার ধরে মারতে মারতে তার বাগান বাড়ি পর্যন্ত নিয়ে যায় এবং আমি আমার খামার ব্যবসা কি ভাবে করি তা দেখে নিবে বলে আমাকে প্রাণ নাশের হুমকি দেয়। এ সময় আমাকে মেরে রক্তাক্ত করে অস্ত্র দেখিয়ে এলাকা ছেড়ে চলে যেতে বলে। আমি এ ঘটনায় সুষ্ঠু বিচার চাই।

‎এ বিষয়ে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি অভিযোগ দিয়েছে। এ বিষয়ে আমরা দ্রুত আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।

প্রসঙ্গত, ডিএনসিসির ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি ছিলেন।

(ঢাকাটাইমস/০৪জুন/এসএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা