চিহ্নিত মাদক ব্যবসায়ী পেপার সানির হ্যান্ডকাফ পরা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জুন ২০২৫, ১৬:৫০| আপডেট : ১০ জুন ২০২৫, ১৮:০১
অ- অ+

রাজধানীর পল্লবীর চিহ্নিত মাদক ব্যবসায়ী রাকিুবল হাসান সানি ওরফে পেপার সানির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল।

মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় মিরপুর ১১ নম্বরের বি ব্লকের ৩ নম্বর লাইনের মিল্লাত ক্যাম্পসংলগ্ন ডায়মন্ড স্কুলের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় লাশের দুই হাতে হ্যান্ডকাফ ছিল। এর আগে সোমবার তাকে অপহরণ করা হয় বলে জানিয়েছে স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভিকটিম সানি ওরফে পেপার সানি পল্লবীর ১২ নম্বর মোড়া পাড়া ক্যাম্পের বাসিন্দা। তার বিরুদ্ধে পল্লবী থানাসহ মিরপুরের বিভিন্ন থানায় মাদক ও একাধিক মারামারির মামলা আছে। সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার।

ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িতদের কিছু নাম পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই চলছে।‘

গত বছর ১৬ মার্চ এলাকায় মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাব্বি গ্রুপের হামলায় পেপার সানি গ্রুপের ফয়সাল নিহত হয়। এই হত্যাকাণ্ডের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়।

মোড়াপাড়া ও মিল্লাত ক্যাম্পের কয়েকজন বাসিন্দা জানান, ঘটনার দিন রাতে মিরপুর ১২ নম্বর মোড়াপাড়া ক্যাম্প থেকে একটি সাদা মাইক্রোবাসে অজ্ঞাত ব্যক্তিরা পেপার সানিকে তুলে নিয়ে যায়। এরপর ভিকটিমকে রাতভর গাড়িতে নির্যাতন করে সকালে লাশ রাস্তায় ফেলে যায়। লাশ রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, সোমবার রাতে ভিকটিমকে একটি সাদা মাইক্রোবাসে তুলে অপহরণ করা হয়েছিল। অপহরণকারীরাই এই হত্যাকাণ্ডে জড়িত। ওই গাড়িতে আগে থেকেই চিহ্নিত মাদক কারবারি ও একাধিক হত্যা মামলার আসামি ল্যাংড়া রুবেলসহ তার সহযোগিরা ছিল বলে পুলিশ নিশ্চিত হয়েছে।

(ঢাকাটাইমস/১০জুন/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা