কোস্ট গার্ডের অভিযান

ফতুল্লায় ১ কোটি ৫০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জুলাই ২০২৫, ১৬:৫৯
অ- অ+

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। অভিযানে একটি ট্রাকসহ চালক ও সহকারীকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বৃহস্পতিবার বিকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি চৌকস দল নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ৫০ লাখ ২৯ হাজার ৫২ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা এবং বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়।

পণ্যগুলো অবৈধভাবে আমদানি করে শুল্ক ফাঁকি দেওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযানে ব্যবহৃত ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, “চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহে বিএডিসির খাল ভরাট, পানির নিচে হাজার হেক্টর জমির ফসল 
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখন থেকে পাবেন দশম গ্রেডে বেতন
হত্যা মামলায় মাধবদী পৌরসভার সাবেক মেয়র মানিক কারাগারে
মাইলস্টোন ট্র্যাজেডি: বোরহানউদ্দিনে মাসুমার সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা