রাজধানীর কুর্মিটোলায় লরির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল সিএনজি, নিহত ১

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের ইউটার্নে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোর ৫টার পর একটি সিএনজি অটোরিকশা ইউটার্ন নিতে গেলে লরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় সিএনজির এক যাত্রী গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া সিএনজির চালক ও অপর যাত্রীও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাদের অবস্থাও আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুর্ঘটনার কারণে আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে সিএনজিটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
(ঢাকাটাইমস/২৮ আগস্ট/আরজেড)

মন্তব্য করুন