মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে মানবপাচার চক্রের বিরুদ্ধে মামলা, তালিকায় যাদের নাম

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির নামে মানবপাচার ও অর্থপাচারে জড়িত একটি সংঘবদ্ধ মাফিয়া সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
ঢাকার বনানী থানায় বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা মামলাটির (নম্বর ৩৫) বাদী সিআইডির পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান। মামলায় সিন্ডিকেট চক্রের অন্যতম হোতা অবসরপ্রাপ্ত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ও তার সহযোগী রুহুল আমিন স্বপন, নিজামুদ্দিন হাজারী, সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ ও মোবারক উল্লাহ শিমুলসহ মোট ৩৩ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা জনশক্তি রপ্তানির আড়ালে দীর্ঘদিন ধরে মানবপাচার, অবৈধ অর্থ আদান-প্রদান ও মানি লন্ডারিংয়ের সাথে জড়িত। ইতোমধ্যে তদন্তে একশ কোটি ৭৫ লক্ষ টাকারও অধিক অর্থপাচারের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।
সিআইডির কর্মকর্তারা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে সংগঠিত অপরাধ, প্রতারণা ও মানবপাচারের একাধিক অভিযোগ দীর্ঘদিন ধরে আসছিল। প্রাথমিক তদন্তে আসামিদের বিদেশে অবৈধভাবে অর্থ পাচারের প্রমাণ মেলায় এই মামলা দায়ের করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের বিরুদ্ধেও পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তদন্ত কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন সিআইডির এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
(ঢাকাটাইমস/২৮ আগস্ট/এসএস)

মন্তব্য করুন