গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় আরও ৭৬ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনির হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২৯৮ জন।
গত প্রায় দুই বছরে গাজায় ইসরায়েলি অভিযানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৮৯৫ জনে। আহত হয়েছেন অন্তত ১ লাখ ৫৮ হাজার ৯২৭ জন। নিহতদের মধ্যে ৬৬ জন সরাসরি ইসরায়েলি গোলা ও গুলির আঘাতে প্রাণ হারান। এ ছাড়া ক্ষুধা ও অপুষ্টিতে মারা গেছেন আরও ১০ জন, যাদের মধ্যে ২ জন শিশু।
মন্ত্রণালয়ের তথ্যমতে, কেবল বুধবার পর্যন্ত অপুষ্টিজনিত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৩ জনে, এর মধ্যে শিশু রয়েছে ১১৯ জন।
যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ সংগ্রহ করতে যাওয়া সাধারণ মানুষের ওপরও ইসরায়েলি সেনাদের নিয়মিত হামলার অভিযোগ পাওয়া যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ ধরনের ঘটনায় অন্তত ১৮ জন নিহত এবং ১০৬ জন আহত হয়েছেন। ২৭ মে থেকে এখন পর্যন্ত শুধু ত্রাণ সংগ্রহে যাওয়া অবস্থায় প্রাণ হারিয়েছেন ২ হাজার ১৫৮ জন, আহত হয়েছেন ১৫ হাজার ৮৪৩ জনেরও বেশি।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, “ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন হাসপাতালগুলোতে ৭৬ জনের মরদেহ ও ২৯৮ জন আহতকে আনা হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ অনেকে এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা আছেন, যাদের উদ্ধারে প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল ঘাটতি রয়েছে।”
২০২৩ সালের ৭ অক্টোবর গাজার শাসক রাজনৈতিক সংগঠন হামাস ইসরায়েলের ভেতরে ঢুকে আকস্মিক হামলা চালায়। ওই ঘটনায় ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জন জিম্মি হন। এর জবাবে ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে। টানা ১৫ মাস যুদ্ধ চলার পর আন্তর্জাতিক চাপের মুখে চলতি বছরের ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল।
তবে এখনও হামাসের হাতে অন্তত ১৫ থেকে ২০ জন জিম্মি জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি সেনারা জানিয়েছে, সামরিক অভিযান চালিয়েই তাদের উদ্ধারের চেষ্টা চলবে।
গাজায় লাগাতার মানবিক বিপর্যয়ে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইসরায়েলকে অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক আদালত (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা গ্রহণ করেছে।
কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হামাসকে সম্পূর্ণ দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত সামরিক অভিযান অব্যাহত থাকবে।
(ঢাকাটাইমস/২৮ আগস্ট/আরজেড)

মন্তব্য করুন